TRENDING:

Norovirus Spreading: অবিরাম বমি-পেট খারাপ-জ্বর! ফের হানা নরোভাইরাসের, ভারতেও ছড়াচ্ছে আতঙ্ক

Last Updated:
Norovirus Spreading: ফের আমেরিকায় নতুন করে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় গোটা বিশ্বে আতঙ্ক বাড়ছে। ভারতেও বাড়ছে আশঙ্কা।
advertisement
1/7
অবিরাম বমি-পেট খারাপ-জ্বর! ফের হানা নরোভাইরাসের, ভারতেও ছড়াচ্ছে আতঙ্ক
ফের থাবা বসাল নরোভাইরাস। মার্কিন স্বাস্থ্য নিয়ামক সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তরফে পেটে আক্রমণকারী এই ভাইরাসের ছড়িয়ে পড়ার খবর প্রকাশ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশে সম্প্রতি মারাত্মক ছড়িয়ে পড়েছে এই সংক্রামক ভাইরাস।
advertisement
2/7
সিডিসি-র দাবি শীতের শেষে বসন্তেই এই রোগ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এই মারণরোগের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ডায়েরিয়া, সারা শরীরে ব্যথা। ২০২২ সালে করোনাভাইরাসের দাপাদাপি চলাকালীন ভারতেও হানা দিয়েছিল নরোভাইরাস। কেরালায় দুই শিশুর শরীরে পাওয়া গিয়েছিল এই রোগের জীবাণু। তবে চিকিৎসকের দাবি, এই রোগ আট থেকে আশি যে কারও হতে পারে।
advertisement
3/7
ফের আমেরিকায় নতুন করে এই ভাইরাস ছড়িয়ে পড়ায় গোটা বিশ্বে আতঙ্ক বাড়ছে। ভারতেও বাড়ছে আশঙ্কা। কী হয় এই নরোভাইরাস শরীরে ঢুকলে? নরোভাইরাসে আক্রান্ত হলে বমি, ডায়রিয়া, জ্বরের মতো উপসর্গ থাকে। অত্যন্ত সংক্রামক এই ভাইরাস বিষাক্ত খাবার, জল এবং বদ্ধ জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে।
advertisement
4/7
নরোভাইরাস আক্রান্তের ক্ষেত্রে বয়সের সীমা মানে না। যে কোনও বয়সেই এই ভাইরাস আক্রমণ করতে পারে। এটির সঙ্গে রোটাভাইরাসের মিল রয়েছে৷ যেটিও ডায়েরিয়ার জন্য দায়ী।
advertisement
5/7
নার্সিং হোম, জাহাজে, কোনও বদ্ধ জায়গায় এই ভাইরাস সংক্রামিত হতে পারে৷ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার দিন দুই পর থেকেই উপসর্গ দেখা দেয়। তলপেটে ব্যথা, বমি, মাথা যন্ত্রণা, জ্বরের মতো উপসর্গ থাকে৷
advertisement
6/7
পাশাপাশি, কেউ দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগলে, তাঁদের মধ্যেও খুব সহজে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা। খাবার, জল থেকে এই ভাইরাস ছড়ানোর প্রবণতা বেশি থাকলেও, অপরিচ্ছন্ন হাত মুখ গেলেও আপনি সংক্রমিত হতে পারেন।
advertisement
7/7
নরোভাইরাস থেকে রক্ষা পেতে প্রত্যেককে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকতে হবে। হাত ধুয়ে খাবার খেতে হবে। পরিষ্কার, পরিচ্ছন্ন ভাবে রান্না করা খাবার খেতে হবে বলেও জারি করা হয়েছে সতর্কতা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Norovirus Spreading: অবিরাম বমি-পেট খারাপ-জ্বর! ফের হানা নরোভাইরাসের, ভারতেও ছড়াচ্ছে আতঙ্ক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল