TRENDING:

চলে যাবে যৌনক্ষমতা, নষ্ট হবে 'সাইজ', বিদেয় করুন এই বস্তুকে এখুনি

Last Updated:
advertisement
1/6
চলে যাবে যৌনক্ষমতা, নষ্ট হবে 'সাইজ', বিদেয় করুন এই বস্তুকে এখুনি
হেঁসেল মানেই সেখানে ঝুলছে নানা রকমের ননস্টিকের পাত্র। কাজেও লাগে আবার সৌন্দর্যের কথা ভেবেও অনেকস গৃহিনী কিনে আনেন। কিন্তু এই ননস্টিক কতটা ক্ষতিকারক হতে পারে সে বিষয়ে অনেকেরই ধারণা নেই।
advertisement
2/6
গবেষকদের মতে ননস্টিকের বাসন পত্র তৈরি হয়‘পারফ্লুওরোয়ালকিল কম্পাউন্ড’দ্বারা। এই যৌগকেই ভয়ের কারণ বলে চিহ্নিত করছেন তারা। ইতিমধ্যেই ইউ এস এনভায়রনমেন্ট এই যৌগকে কার্সিনোজেনিক বলে চিহ্নিত করেছে। অর্থাৎ ক্যানসারের মতো মারণ রোগের আশঙ্কা বাড়ে এই যৌগের।‌‌
advertisement
3/6
‘জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এক অন্য বিপদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন গবেষকরা।
advertisement
4/6
সেখানে দেখা যাচ্ছে পিএফসি পুং-হরমোনগুলিকে ক্ষতিকর ভাবে প্রভাবিত করছে। এর ফলে তাঁদের যৌনাঙ্গের আকৃতি বদলেছে।
advertisement
5/6
প্রভাবিত হয়েছে তাদের প্রজনন ক্ষমতাও। শুধু নন স্টিক ফ্রাই প্যান নয়, ফাস্ট ফুড র‌্যাপার থেকেও ঘটতে পারে এই বিপদ।
advertisement
6/6
বাড়িতে আবার ফিরিয়ে আনুন স্টেইনলেস স্টিল। ব্যবহার করতে পারেন সেরামিক বা কাস্ট আয়রনের বাসনও। সুস্থ থাকতে অভ্যেসে রাশ টানুন আজই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
চলে যাবে যৌনক্ষমতা, নষ্ট হবে 'সাইজ', বিদেয় করুন এই বস্তুকে এখুনি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল