TRENDING:

৪৫ ডিগ্রি গরমেও ফ্যান চালাতে হবে না! AC বা কুলার ছাড়াই ঘর হবে 'বরফের মতো' ঠান্ডা...করুন এই ছোট্ট কাজ!

Last Updated:
Summer Cooling Tips: প্রচণ্ড গরমেও কীভাবে এসি বা কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখা যায়, তা করে দেখিয়েছেন রাঁচির জুলি গুপ্ত। এক টাকাও খরচ হবে না! শুধু করুন এই কাজ।
advertisement
1/9
৪৫ ডিগ্রি গরমেও ফ্যান চালাতে হবে না! AC বা কুলার ছাড়াই ঘর হবে 'বরফের মতো' ঠান্ডা!
রাজ্যজুড়ে পারদ চড়ছে! শহরে তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি ছুঁইছুঁই। অনেকেই এসি বা কুলারের আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছেন। কিন্তু সবসময় কি তা সম্ভব? সবার সামর্থ্য কই? তাই বলে গরমে কষ্ট পাবেন? একদমই না।  পরিবেশবান্ধব উপায়েও ঘর ঠান্ডা রাখাও সম্ভব, জানেন সেই সহজ পদ্ধতি? এক টাকাও খরচ হবে না। (Representative Image: AI)
advertisement
2/9
হ্যাঁ, একেবারেই সম্ভব—আর তারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন রাঁচির জুলি গুপ্ত। তাঁর অনুপ্রেরণাতেই রইল কিছু সহজ কিন্তু কার্যকর উপায়—যেগুলো মেনে চললে বাড়ি থাকবে স্বাভাবিকের থেকে অন্তত ৫–৭ ডিগ্রি ঠান্ডা, তাও এসি বা কুলার ছাড়াই। (Representative Image: AI)
advertisement
3/9
রাঁচির আপার বাজার এলাকার বাসিন্দা জুলি নিজের বাড়িকে এমনভাবে গড়ে তুলেছেন, যেখানে ঘরের প্রতিটি কোণ গাছপালায় ঘেরা। তাঁর বাড়ির ছাদ থেকে সিঁড়ি, শোবার ঘর থেকে বসার ঘর—প্রত্যেকটি জায়গাতেই রয়েছে সবুজের ছোঁয়া। ফলে বাইরে যখন তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁয়েছে, তখনও তাঁর ঘরের ভিতরের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি কম থাকে। এমনকী কখনও কখনও ফ্যান চালানোরও প্রয়োজন পড়ে না। (Representative Image: AI)
advertisement
4/9
গাছই ঘরের প্রকৃত বন্ধু ঘরের বারান্দা, ছাদ, এমনকি জানলার ধারেও গাছ রাখুন। মানিপ্লান্ট, জবা, আর গুড লাক প্ল্যান্টের মতো ইনডোর গাছ তাপ শোষণ করে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে। বড় টব বা হ্যাঙ্গিং পট ব্যবহার করলে জায়গাও বাঁচে। 🪴 ছাদে গাছ লাগান বা গ্রিন রুফ তৈরি করুন ছাদে গাছ থাকলে সরাসরি রোদ পড়ে না। এতে ঘরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম থাকে। চাইলে কৃত্রিম ঘাস বা গ্রিন শেডও ব্যবহার করতে পারেন। (Representative Image: AI)
advertisement
5/9
জৈব সার ব্যবহার করুন, ঘর থাকবে গন্ধহীন ও ঠান্ডা রান্নাঘরের বর্জ্য দিয়ে বানানো কম্পোস্ট গাছের পুষ্টির জন্য খুবই কার্যকর। গাছের যত্ন ভালো হলে ঘরের ঠান্ডা ভাব বজায় থাকে সহজেই। (Representative Image: AI)
advertisement
6/9
জানলায় বেত বা কাপড়ের পর্দা ভারী পর্দার বদলে হালকা রঙের কটন বা বেতের পর্দা ব্যবহার করলে গরম বাতাস কম ঢোকে। জানলার গ্লাসে হিট রেজিস্ট্যান্ট ফিল্ম লাগালে রোদের তাপ অনেকটাই কমে যায়। (Representative Image: AI)
advertisement
7/9
ঘরের রঙ ও ভেন্টিলেশনও গুরুত্বপূর্ণ হালকা রঙের দেওয়াল রোদ প্রতিফলিত করে, তাপ ধরে না। ঘরে ভালোভাবে হাওয়া চলাচলের ব্যবস্থা থাকলে গরম কম লাগে। (Representative Image: AI)
advertisement
8/9
ছোট ছোট সাজের টিপস গাছের পাশে বুদ্ধ মূর্তি বা জলধারা (ফোয়ারা টাইপ) রাখলে ঠান্ডা ভাব আরও বাড়ে। শোভন ফুলদানি বা টেরাকোটার ব্যবহার ঘরে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় এবং মানসিক প্রশান্তি দেয়। (Representative Image: AI)
advertisement
9/9
সব মিলিয়ে লক্ষ্য একটাই: কৃত্রিম নয়, প্রাকৃতিক ঠান্ডা। রাঁচির জুলি গুপ্তর মতো অনেকেই এখন এসি বা কুলার ছাড়াই দিব্যি কাটিয়ে দিচ্ছেন গরমকাল। শুধু প্রয়োজন একটু যত্ন আর সচেতন পরিকল্পনা। পরিবেশবান্ধব জীবনযাপনের জন্য এ এক সুন্দর পদক্ষেপ। গরমে জ্বলতে থাকা শহরে এমন একটা ঘর তৈরি করা সম্ভব—যেটা হবে আপনার নিজস্ব প্রাকৃতিক কুলার। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
৪৫ ডিগ্রি গরমেও ফ্যান চালাতে হবে না! AC বা কুলার ছাড়াই ঘর হবে 'বরফের মতো' ঠান্ডা...করুন এই ছোট্ট কাজ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল