TRENDING:

NIPAH Virus Safety Tips: চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে নিপা ভাইরাস! সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন অন্তঃসত্ত্বা মহিলারা? কী করবেন না ভুলেও? জেনে নিন

Last Updated:
NIPAH Virus Safety Tips: নিপা ভাইরাসের কোনও টিকা নেই৷ তাই সতর্কতাই মূল রক্ষাকবচ৷ প্রয়োজনে মাস্ক, গ্লাভস পরুন৷ চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন৷ সামান্যতম উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন
advertisement
1/7
চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে নিপা ভাইরাস! সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন অন্তঃসত্ত্বারা? জানুন
এমনিতেই অন্তঃসত্ত্বা অবস্থায় একাধিক সাবধানতা মেনে চলতে হয়৷ মনে রাখতে হয় একাধিক স্বাস্থ্য ও সুরক্ষাবিধি৷ তার উপর রাজ্যে ধরা পড়েছে নিপা ভাইরাস সংক্রমণের নজির৷ কোভিডের তুলনায় কম সংক্রামক হলেও এই রোগে মৃত্যুহার অত্যন্ত বেশি৷ তাই সতর্কতা ও সচেতনতা মনে রাখতে হবে৷ বলছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রাণী সালুঙ্খে৷
advertisement
2/7
বাদুড় খায় এমন ফল গাছ থেকে পেড়ে খাবেন না৷ বাজার থেকেও কিনবেন না৷ দাগসমেত ফল, আধখাওয়া ফল সম্পূর্ণ এড়িয়ে চলুন৷ যতই লোভ লাগুক, কাঁচা খেজুরের রস ছোঁবেন না৷ তবে গুড় খেতে পারেন৷
advertisement
3/7
নিপা ভাইরাসের কোনও টিকা নেই৷ তাই সতর্কতাই মূল রক্ষাকবচ৷ প্রয়োজনে মাস্ক, গ্লাভস পরুন৷ চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন৷ সামান্যতম উপসর্গ দেখা দিলেও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন৷
advertisement
4/7
খাওয়ার আগে ও পরে হাত ভাল করে ধুয়ে নিন সাবান দিয়ে৷ না ধুয়ে ফল খাবেনই না৷ দেখবেন যে ফল খাচ্ছেন তাতে যেন কোনও দাগ না থাকে৷
advertisement
5/7
নিপা ভাইরাস প্রাণী থেকে ছড়িয়ে পড়ে মানুষের দেহে৷ তাই সতর্ক থাকুন মাংস, ডিম-সহ পোলট্রিজাত অন্য খাবার থেকেও৷ খুব ভাল করে ধুয়ে তবেই মাংস, ডিম রান্না করুন৷ সুসিদ্ধ না হলে সেই মাংস বা ডিম খাওয়া যাবে না৷ বেশি আঁচে সময় নিয়ে ডিম, মাংস রাঁধুন৷
advertisement
6/7
বাইরে থেকে বাড়িতে ফিরে, ভিড় আছে এমন স্থানে গেলে, পশু প্রাণীকে স্পর্শ করলে মূল স্বাস্থ্যবিধি মানুন৷ বাড়ির ফলের বাগান, পোষ্যদের থাকার জায়গা, পরিত্যক্ত পাতকুয়ো, বাড়ির পরিত্যক্ত অংশ যেন বাদুড়মুক্ত থাকে, সেদিকে নজর রাখুন৷ পোষ্য জীবজন্তুর যত্ন নিন৷
advertisement
7/7
জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্ট আছে এমন মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন৷ মনে রাখবেন অন্তঃসত্ত্বা অবস্থায় শরীর বেশি স্পর্শকাতর থাকে, তাই অতিরিক্ত সতর্কতা নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
NIPAH Virus Safety Tips: চোখ রাঙাচ্ছে ছোঁয়াচে নিপা ভাইরাস! সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন অন্তঃসত্ত্বা মহিলারা? কী করবেন না ভুলেও? জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল