মৃত্যুহার ৪০ থেকে ৭৫%...! 'নিপা' ভাইরাস সংক্রমণের 'উপসর্গ' কী কী? কী ভাবে প্রতিকার? জানা জরুরি!
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Nipah Virus Alert in West Bengal: নিপা ভাইরাস নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই শুরু হয়েছে তৎপরতা। সতর্ক হাসপাতালগুলিও। চিকিৎসকদের কথায়, এখনই আতঙ্ক না ছড়িয়ে সাবধানতা নেওয়া জরুরি।
advertisement
1/14

নিপা ভাইরাস নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই শুরু হয়েছে তৎপরতা। সতর্ক হাসপাতালগুলিও। চিকিৎসকদের কথায়, এখনই আতঙ্ক না ছড়িয়ে সাবধানতা নেওয়া জরুরি।
advertisement
2/14
নিপা ভাইরাস একটি গুরুতর ও প্রাণঘাতী সংক্রামক রোগ। ঠিক কী ভাবে ছড়ায় এই ভাইরাস? কোন প্রাণী থেকে সাবধান হওয়া জরুরি? কোন খাবার খেতে গিয়ে হতে হবে সতর্ক? যাবতীয় জানিয়ে আপডেট দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই জেলায় জেলায় দেওয়া হয়েছে সতর্কতার নির্দেশ। দেখে নিন একনজরে:
advertisement
3/14
১. নিপাহ ভাইরাস একটি গুরুতর ও অনেক সময় প্রাণঘাতী সংক্রামক রোগ।২. এটি প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।
advertisement
4/14
৩. জেনে রাখা জরুরি যে বাদুড় নিপা ভাইরাসের প্রাকৃতিক বাহক।৪. বাদুড় ফল বা কাঁচা খেজুরের রস লালা বা প্রস্রাব দিয়ে দূষিত করতে পারে। তাই খেজুরের কাঁচা রস খাওয়া এই সময় এড়িয়ে যাওয়াই ভাল।
advertisement
5/14
৫. বিশেষজ্ঞদের মতে, এই দূষিত খাবার বা খেজুর রস খেলে মানুষের সংক্রমণ হতে পারে। তাই এই ধরণের অপরিশোধিত খেজুরের রস সরাসরি খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
advertisement
6/14
কী কী লক্ষণ দেখলে তৎক্ষণাৎ সতর্ক হওয়া জরুরি? জেনে নেওয়া যাক:১. জ্বর, মাথাব্যথা ও বমি নিপা ভাইরাসের সংক্রমণের প্রাথমিক লক্ষণ।২. এই রোগ মস্তিষ্ক ও ফুসফুসে প্রভাব ফেলে।৩. বিভ্রান্তি, খিঁচুনি বা শ্বাসকষ্ট এই সংক্রমণের বিপজ্জনক লক্ষণ।
advertisement
7/14
কী ভাবে চিকিৎসা করা হয় নিপা ভাইরাসের সংক্রমণে? এই সংক্রমণে প্রতিকারের পথ কী কী?১. চিকিৎসকদের মতে, এই নিপা ভাইরাস সংক্রমণের নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে দ্রুত চিকিৎসা প্রাণ বাঁচায়।২. জ্বরের সঙ্গে আচরণগত পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের কাছে যান।
advertisement
8/14
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হেনিপা ভাইরাস গোত্রের সদস্য এই নিপা ভাইরাস। এটি একটি জুনোটিক ভাইরাস। মানুষের ক্ষেত্রে এই সংক্রমণ মারাত্মক। মৃত্যুহার অত্যন্ত বেশি, প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ।
advertisement
9/14
নিপার সবচেয়ে বড় উৎস ফ্রুট ব্যাট নামে এক ধরনের বাদুড়ের শরীর। তবে বাদুড় বাহিত সংক্রমণ হলেও শুয়োর, কাঠবিড়ালির মাধ্যমেও ছড়ায় নিপা ভাইরাস।
advertisement
10/14
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংক্রমিত বাদুড়, শুয়োর, কাঠবিড়ালির দেহ রসের সংস্পর্শে এলেই সংক্রমণ ছড়ায়। এইসব প্রাণীর অর্ধেক খাওয়া ফলমূল শাকসবজি মানুষের খাদ্যনালিতে পৌঁছলেই মারাত্মক সংক্রমনের আশঙ্কা করা হচ্ছে।
advertisement
11/14
নিপা ভাইরাস সংক্রান্ত বিভ্রান্তি:১) বাতাসে ভেসে কিংবা নাক মুখ থেকে বেরোনো সূক্ষ্ম জলকণা বা ড্রপলেট-এর মাধ্যমে নিপা ছড়ায় না।২) ফলে মাস্ক ব্যবহারে বিশেষ লাভ হয় না।
advertisement
12/14
নিপা সংক্রমণ থেকে মুক্ত হলেও এর রেশ থেকে যায় বহুদিন। বিশেষজ্ঞদের মতে, অনির্দিষ্টকাল পর্যন্ত শরীরে রেশ থেকে যায় নিপা সংক্রমণের।
advertisement
13/14
তবে আশার কথা, নিপার মৃত্যুহার এত বেশি যে সংক্রমণটা শুরু করার কিছুদিন পরেই বাসা বাঁধার জন্য আর যোগ্য শরীর পায় না এই ভাইরাস। ফলে সংক্রমণ বেশিদিন টেকে না।
advertisement
14/14
মনে রাখা জরুরি:ডেঙ্গি এবং করোনার মতো নিপা ভাইরাসের কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে রাইবাভিরিন, এম ১০২.৪ মনোক্লোনাল অ্যান্টিবডি এবং ফ্যাবিরাভিরের মতো কয়েকটি অ্যান্টিভাইরাল ওষুধ কিছুটা মাত্র কাজ করে এই ভাইরাসের মোকাবিলায়। এই ভাইরাসের সংক্রমণে মূলত চিকিৎসা চলে উপসর্গ ভিত্তিক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মৃত্যুহার ৪০ থেকে ৭৫%...! 'নিপা' ভাইরাস সংক্রমণের 'উপসর্গ' কী কী? কী ভাবে প্রতিকার? জানা জরুরি!