Next Pandemic News: 'যে-কোনও সময়ে আরেকটা মহামারি আসছে', কোভিডের ক্ষত এখনও শুকায়নি, তার মধ্যেই ফের অশনি সংকেত WHO-এর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০২০ সাল থেকে ২০২৫...মানুষ কিন্তু আজও কোভিড অতিমারির প্রভাব সম্পূর্ণ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই ফের অতিমারি নিয়ে অশনি সংকেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)
advertisement
1/5

কোভিড অতিমারির বিধ্বংসী প্রভাব আজও বয়ে চলেছে গোটা বিশ্ব। সেই ক্ষত এখনও সম্পূর্ণ মেরামত হয়নি। ২০২০ সাল থেকে ২০২৫...মানুষ কিন্তু আজও কোভিড অতিমারির প্রভাব সম্পূর্ণ কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই ফের অতিমারি নিয়ে অশনি সংকেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। WHO-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, আরেকটা মহামারি আসবেই, এটা অনিবার্য। যে-কোনও সময়ে আসতে পারে। Image Cortesy: Reuters
advertisement
2/5
WHO-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, পরবর্তী অতিমারি আগামিকালও আসতে পারে, ২০ বছর পরও আসতে পারে। তবে এটা নিশ্চিত যে আসবেই। পরবর্তী মহামারি পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করবে না। তাঁর এই ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।Image Cortesy: News18
advertisement
3/5
বৈঠকে WHO-এর প্রধান জানান, ''পরবর্তী অতমারি কেবল একটি তাত্ত্বিক সম্ভাবনা নয়, বৈজ্ঞানিক দিক থেকে অনিবার্য। দেশগুলিকে অবিলম্বে এই আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।"Image Courtesy: News18
advertisement
4/5
WHO-এর প্রধান জানান, "আপনারা দেখেছেন কোভিড-১৯ অতিমারি কী করেছে। অফিশিয়াল তথ্য অনুযায়ী, ৭ মিলিয়ন মানুষ মারা গিয়েছেন, কিন্তু আমরা অনুমান করি, প্রকৃত সংখ্যা ২০ মিলিয়ন। মানবিক ক্ষতির পাশাপাশি, বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে ১০ ট্রিলিয়ন ডলার।''Image Courtesy: News18
advertisement
5/5
তাঁর মতে, পরবর্তী মহামারি আসার আগেই একটি অতিমারি চুক্তির প্রয়োজন। এই ধরনের চুক্তি বিশ্বব্যাপী সরকারগুলিকে মহামারি জন্য প্রস্তুতি এবং মোকাবিলার জন্য একে অপরকে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করবে। এই চুক্তির মাধ্যমে জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে, অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে সকল জাতির জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Next Pandemic News: 'যে-কোনও সময়ে আরেকটা মহামারি আসছে', কোভিডের ক্ষত এখনও শুকায়নি, তার মধ্যেই ফের অশনি সংকেত WHO-এর