Chicken Dishes for Weight Loss: বছরের শুরুতেই ওজন কমানোর দারুণ টোটকা! রইল চিকেনের ৮টি ডিশের সন্ধান, যত খুশি খান ওজন বাড়তে দেবে না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এমন খাবার যা খেলে শরীর থাকবে হাল্কা, পেট ভরবে তবে ওজন এক ইঞ্চিও বাড়বে না
advertisement
1/8

গ্রিল লেমন গার্লিক চিকেনরসালো চিকেন ব্রেস্ট গ্রিল৷ শুধু লেবু, রসুন এবং নানা রকম মরশুমি সবজি দিয়ে মিশিয়ে নিন৷ এই খাবারটিতে প্রোটিন বেশি৷ তেল অত্যন্ত কম৷ নানা রকমের স্যালাডের সঙ্গে এটি খেতে দুর্দান্ত লাগে৷
advertisement
2/8
এয়ার ফ্রায়ার স্পাইসড চিকেন টিক্কাদই এবং মশলা দিয়ে ম্যারিনেট করা হাড়হীন মুরগির মাংস এয়ার ফ্রায়ারে রান্না করা৷ মাখন নেই, ক্রিমে নেই৷ দারুণ স্বাদ ও পুরটাই প্রোটিন
advertisement
3/8
চিকেন ক্রাস্ট পিৎজাএটি ইন্টারনেটে ভাইরাল৷ আপনি ময়দার বেসের বদলে কিমা করা মুরগির পিৎজা বেস ব্যবহার করুন এবং আপনার পছন্দ মতো টপিংস যোগ করুন
advertisement
4/8
স্টার ফ্রায়ড চিকেন উইথ ভেজিসঅল্প তেল, পাতলা চিকন স্ট্রিপ, ব্রকলি, গোলমরিচ এবং সয়া সস ব্যবহার করে দ্রুত ভাজা৷ ভর্তা ধরনের এই খাবার সুষম এবং ওজন কমানোর জন্য পারফেক্ট
advertisement
5/8
স্টিম চিকেন উইথ ভেজসখুব কম পরিশ্রমের খাবার৷ এতে কুঁচি করা কাটা সেদ্ধ সুরগুর মাংস অলিভ অয়েল,গোলমরিচ, সবুজ সবজির সঙ্গে মিশিয়ে দিন৷ ক্যালরি একদম কম এবং হাই প্রোটিন খাবার৷
advertisement
6/8
চিকেন লেটুস র্যাপরসুন ও মশলা দিয়ে হালকা ভাজা মুরগি, তাজা লেটুস পাতা দিয়ে মোড়ানো৷ মুচমুচে, খেতেও দারুণ৷ ক্যালোরি অত্যন্ত কম৷
advertisement
7/8
চিকেন ক্লিয়ার স্যুপধীরে ধীরে সিদ্ধ করা মুরগির ঝোল, শাকসবজি এবং মশলা দিয়ে রান্না করা৷ পেট ভরিয়ে রাখে, হজমে খুবই সহায়তা করে এবং শরীর থেকে চর্বি কমাতে সাহায্য করে৷
advertisement
8/8
তন্দুরি চিকেন (মাখন ছাড়া)মাখন ছাড়া ক্লাসিক তন্দুরি স্টাইল চিকেন, বেক বা গ্রিল করা৷ দারুণ স্বাদ, হাই প্রোটিন এবং হজম করা যায় সহজে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chicken Dishes for Weight Loss: বছরের শুরুতেই ওজন কমানোর দারুণ টোটকা! রইল চিকেনের ৮টি ডিশের সন্ধান, যত খুশি খান ওজন বাড়তে দেবে না