TRENDING:

Darjeeling Offeat Destination: রিপলিং-এর উন্মাদনায় ফুটছে নয়া প্রজন্ম! পর্যটকদের ভিড়ে সরগরম কালিম্পংয়ের পেমলিং, বড়দিনের ছুটিতে ঘুরে আসুন

Last Updated:
Darjeeling Offeat Destination: উত্তরবঙ্গের নতুন পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কালিম্পং জেলার পেমলিং। ‘রিপলিং ওয়াটার ফলস’কে ঘিরে এখন পর্যটকদের আগ্রহ তুঙ্গে। পাহাড়ি ঝর্নার জলে দড়ি বেঁধে উপরে ওঠা—এই রোমাঞ্চকর অভিজ্ঞতাই মূল আকর্ষণ ‘রিপলিং’।
advertisement
1/5
রিপলিং-এর উন্মাদনায় ফুটছে নয়া প্রজন্ম! পর্যটকদের ভিড়ে সরগরম কালিম্পংয়ের পেমলিং, ঘুরে আসুন
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের নতুন পর্যটন মানচিত্রে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কালিম্পং জেলার পেমলিং। ‘রিপলিং ওয়াটার ফলস’কে ঘিরে এখন পর্যটকদের আগ্রহ তুঙ্গে। পাহাড়ি ঝর্নার জলে দড়ি বেঁধে উপরে ওঠা—এই রোমাঞ্চকর অভিজ্ঞতাই মূল আকর্ষণ ‘রিপলিং’। স্থানীয়দের ভাষায় এটি এখন কালিম্পংয়ের সবচেয়ে জনপ্রিয় রোমাঞ্চ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি।
advertisement
2/5
*পেমলিংয়ের রিপলিং শুরু হয়েছে কালিম্পং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) উদ্যোগে। স্থানীয় পর্যটনকে আরও বেশি উৎসাহ দিতে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই নতুন অ্যাডভেঞ্চার স্পোর্টসের। জিটিএ-র সহযোগিতায় শুক্রবার, শনিবার ও রবিবার নিয়মিতভাবে রিপলিং চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটকদের সুবিধার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
advertisement
3/5
*পেমলিং ইকো ট্যুরিজম কমিটির সভাপতি লাপকা শেরিং জানান, "স্থানীয় পর্যটনের নতুন দিক খুলে দিয়েছে রিপলিং। এতে কর্মসংস্থানও বাড়বে। পর্যটকরা এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের অভিজ্ঞতা নিতে ভিড় জমাচ্ছেন।" জিটিএ-র পর্যটন বিভাগের ফিল্ড অফিসার দাওয়া শেরপা জানান, "অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি পর্যটকদের আগ্রহ বাড়ছে। তাই হোমস্টে, রেস্টুরেন্ট, ট্রেকিং ক্যাম্প ইত্যাদির ওপর নজর দেওয়া হয়েছে।"
advertisement
4/5
*কালিম্পং শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত পেমলিংয়ের প্রকৃতির সৌন্দর্য এখন আরও পর্যটকবান্ধব রূপ পাচ্ছে। ঝর্ণার গর্জন, পাহাড়ের সবুজে ঘেরা পরিবেশ ও রিপলিংয়ের উত্তেজনা মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে এই অঞ্চল। স্থানীয় প্রশাসনও এখানে আরও পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে। ভবিষ্যতে রিপলিংকে কেন্দ্র করে পেমলিংকে অন্যতম অ্যাডভেঞ্চার ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে জিটিএ।
advertisement
5/5
*তবে বর্ষাকালে রিপলিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে। শীতকাল থেকেই রিপলিংয়ে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশাবাদী স্থানীয়রা। ইতিমধ্যেই বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটররা পেমলিংয়ের রিপলিং স্পটকে তাদের পর্যটন প্যাকেজে অন্তর্ভুক্ত করতে শুরু করেছে। পাহাড়ে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য এ যেন এক নতুন গন্তব্য—রিপলিংয়ের পেমলিং।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Offeat Destination: রিপলিং-এর উন্মাদনায় ফুটছে নয়া প্রজন্ম! পর্যটকদের ভিড়ে সরগরম কালিম্পংয়ের পেমলিং, বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল