Durga Puja Fashion: পুজোর মধ্যমণি হতে চান? নবমীর সন্ধেয় পড়ুন বাংলাদেশি কপার সিল্ক, দামও সাধ্যের মধ্যে, কোথায় পাবেন?
- Reported by:Mainak Debnath
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Durga Puja Fashion: বাংলাদেশ থেকে আমদানিকৃত কপার সিল্ক শাড়ি শুধু মানেই নয়, নকশা ও রঙের বৈচিত্র্যের জন্যও বিশেষ জনপ্রিয়। উৎসবের মরসুমে নতুন কালেকশন হিসেবে এই শাড়িগুলো বেশ সাড়া ফেলেছে।
advertisement
1/6

দুর্গাপুজো আসতে আর বেশি দেরি নেই। সেই প্রস্তুতির মধ্যেই নবদ্বীপের ঐতিহ্যবাহী তাঁত কাপড় শাড়ির হাটে হাজির হয়েছে এক নতুন আকর্ষণ—কপার সিল্ক। দাম ও মানের ভারসাম্য বজায় রেখে এই শাড়িগুলো ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
কপার সিল্ক শাড়ির দাম মাত্র ৭০০ টাকা, যদিও সেটি পাইকারি মূল্যে। একটি বান্ডিলে থাকে পাঁচটি শাড়ি, যা ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধাজনক। পাইকারি দরে কিনে সহজেই খুচরো বিক্রিতে লাভের সুযোগ রয়েছে।
advertisement
3/6
খুচরো ক্রেতাদের জন্যও দাম হাতের নাগালে। এক পিস শাড়ি কিনতে খরচ পড়ছে ৯০০ থেকে ১০০০ টাকার মধ্যে, যা মধ্যবিত্ত পরিবারের পুজোর কেনাকাটার তালিকায় সহজেই জায়গা করে নিচ্ছে।
advertisement
4/6
বিক্রেতাদের মতে, বাংলাদেশ থেকে আমদানিকৃত কপার সিল্ক শাড়ি শুধু মানেই নয়, নকশা ও রঙের বৈচিত্র্যের জন্যও বিশেষ জনপ্রিয়। উৎসবের মরসুমে নতুন কালেকশন হিসেবে এই শাড়িগুলো বেশ সাড়া ফেলেছে।
advertisement
5/6
স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি দরে শাড়ি কিনে ব্যবসা শুরু করার ক্ষেত্রেও এটি একটি ভাল সুযোগ। প্রতিবছরের মতো এবছরও পুজোর আগেই জমজমাট নবদ্বীপের তাঁত কাপড় হাট। বৃহস্পতিবার ও শুক্রবার বসা এই হাটে ভিড় বাড়ছে দিন দিন।
advertisement
6/6
অন্যান্য শাড়ির পাশাপাশি বাংলাদেশী কপার সিল্ক বর্তমানে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন হয়ে উঠেছে। ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে তাই এবারের শাড়ির বাজারে বাংলাদেশি কপার সিল্ক হয়ে উঠেছে পুজোর অন্যতম চমক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Fashion: পুজোর মধ্যমণি হতে চান? নবমীর সন্ধেয় পড়ুন বাংলাদেশি কপার সিল্ক, দামও সাধ্যের মধ্যে, কোথায় পাবেন?