Nepal Bhutan Tourism: সহজ হবে নেপাল-ভুটান ভ্রমণ? নতুন দিগন্ত খুলবে কৃষিকাজেও! শিলিগুড়িতে মিলনমেলা ঘিরে জাগছে নতুন আশা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
শিলিগুড়ির সেবক রোডের এক অভিজাত রেস্টুরেন্ট শুক্রবার দুপুরে সাক্ষী থাকল এক অভিনব আয়োজনের। নাম তার ভুটান–ইন্ডিয়া Agri-Entrepreneurs Meet।
advertisement
1/6

শিলিগুড়ির সেবক রোডের এক অভিজাত রেস্টুরেন্ট শুক্রবার দুপুরে সাক্ষী থাকল এক অভিনব আয়োজনের। নাম তার ভুটান–ইন্ডিয়া Agri-Entrepreneurs Meet। কিন্তু এই মিলনমেলা শুধুই কৃষি নিয়ে নয়, এর ভেতরে লুকিয়ে আছে সীমান্ত পেরিয়ে ভবিষ্যতের এক বড় দিশা—কৃষি, বাণিজ্য আর পর্যটনের নতুন সম্ভাবনা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)।
advertisement
2/6
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কো-ফার্ম ডিপার্টমেন্ট এবং অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে বসেছিল এই বৈঠক। ভারত ও ভুটানের বিভিন্ন ফার্মার্স কোম্পানির প্রতিনিধিরা প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় অংশ নেন। উদ্যোক্তা রাজ বসু জানালেন, মূল লক্ষ্য কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, আধুনিক কৃষি-জ্ঞান ভাগ করে নেওয়া এবং বাজার তৈরি করার সুযোগ খোঁজা।
advertisement
3/6
ভুটানের তরফে অংশ নেয় ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেটিভস, রয়েল গভার্নমেন্ট অফ ভুটান। শুধু ভারত আর ভুটান নয়, নেপালের প্রতিনিধিরাও যোগ দেন এদিনের আলোচনায়। ফলে তিন দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতার এক নতুন অধ্যায় খুলে যায়। জানা যায়, এই পুরো উদ্যোগই মূলত কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভ্যাল–এর অংশ।
advertisement
4/6
আলোচনার কেন্দ্রে ছিল একটি বড় স্বপ্ন—“Tourism and Sustainable Transformation”। কৃষি থেকে শুরু করে পর্যটন, পরিবেশবান্ধব উন্নয়ন থেকে আঞ্চলিক বাজার—তিন দেশের যৌথ প্রচেষ্টায় আগামী দিনের জন্য এক শক্ত ভিত গড়ে তুলতে চায় এই আয়োজন।
advertisement
5/6
আর বিশেষ মুহূর্ত? মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্র, পদ্মশ্রী প্রাপ্ত প্রাক্তন তারকা বাইচুং ভুটিয়া। কৃষি আর পর্যটনের ভবিষ্যৎ নিয়ে যতটা আশাবাদী উদ্যোক্তারা, ততটাই উচ্ছ্বাস ছিল বাইচুং-এর উপস্থিতিতে, যা অনুষ্ঠানে যোগ করেছিল বাড়তি মাত্রা।
advertisement
6/6
শিলিগুড়ির এই মিলনমেলা যেন শুধু কৃষি বা পর্যটন নয়—বরং এক নতুন সীমান্তহীন বন্ধুত্বের গল্প বলল তিন প্রতিবেশী দেশের। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nepal Bhutan Tourism: সহজ হবে নেপাল-ভুটান ভ্রমণ? নতুন দিগন্ত খুলবে কৃষিকাজেও! শিলিগুড়িতে মিলনমেলা ঘিরে জাগছে নতুন আশা