Neem Stick: দাঁতে ব্যথা, রক্ত পড়ছে? ব্রাশ নয়, দাঁত মাজুন নিম দাঁতন দিয়ে! সব সমস্যা দূর হবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Neem Stick: দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে এখুনি এই ভাবে দাঁত মাজা শুরু করুন! সব সমস্যা গায়েব হবে! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

বিশেষজ্ঞরা সবসময় পরামর্শ দিয়ে থাকেন আপনার দাঁত মজবুত এবং সতেজ রাখতে দিনে অন্তত দুবার করে ব্রাশ করা প্রয়োজন।এক সকালে ঘুম থেকে উঠে দুই রাত্রি খাবার খাওয়ার পর। তবে ব্রাশ এ দাঁত মাজার থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় নিমের কাঠি দিয়ে দাঁত মাজলে। অন্তত এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার বিপিন চন্দ্র দাস।
advertisement
2/5
নিম আপনার দাঁতের জন্য অসাধারণ! এই তেতো স্বাদের ভেষজটি এর পরিষ্কারক গুণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। যেহেতু এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহ-বিরোধী প্রকৃতির, তাই এটি আসলে আপনার দাঁত আরও ভালভাবে পরিষ্কার করতে সাহায্য করতে পারে এবং দীর্ঘমেয়াদে প্লাক জমা কমাতে পারে।
advertisement
3/5
এছাড়াও বিশেষজ্ঞরা জানাচ্ছেন দাঁত এবং মাড়ির স্বাস্থ্য উন্নত করার জন্য এটি ব্যবহারের সবচেয়ে সুস্পষ্ট উপায় হল নিমের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা। বিভিন্ন টুথপেস্ট রয়েছে যার মধ্যে নিমের নির্যাস অন্যতম প্রধান উপাদান। এই টুথপেস্ট দিয়ে দিনে অন্তত দুবার দাঁত ব্রাশ করুন।
advertisement
4/5
এছাড়াও বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনার যদি দাঁত এ পোকা লাগার মত সমস্যা থাকে তাহলে অবশ্যই নিমের কাঠি দিয়ে দাঁত মাজলে সমস্যা থেকে মুক্তি পাবেন।তবে কী ভাবে ব্যাবহার করবেন এটি!নিমের কাঠি দিয়ে দাঁত ব্রাশ করার সময় চিবিয়ে নিন।চিবিয়ে নিলে আপনি তাদের অ্যান্টি-মাইক্রোবিয়াল, এই অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলি অর্জন করতে পারেন।
advertisement
5/5
কিন্তু নিম ডাল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন প্রয়োজন।নিমডাল ব্যবহারের আগে খুব ভাল করে ধুয়ে নিতে হবে।গাছের ডালকে অবশ্যই ভাল করে ভেঙে ব্যবহার করা প্রয়োজন।নিমডালে দাঁত মাজার আগে সরিষার তেল ও লবণ দিয়ে দাঁত পরিষ্কার করা প্রয়োজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Neem Stick: দাঁতে ব্যথা, রক্ত পড়ছে? ব্রাশ নয়, দাঁত মাজুন নিম দাঁতন দিয়ে! সব সমস্যা দূর হবে