Neem Leaves Side Effects: নিমপাতার হাজার-একটা গুণ, কিন্তু এই পাতা সবার জন্য নয়, চিকিৎসক জানালেন নিমপাতা কাদের অসুস্থ করে তোলে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নিমপাতার গুণ বলে শেষ করা যায় না! নিমে প্রায় ১৪০ রকমের সক্রিয় উপাদান রয়েছে, যেগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক হিসাবে কাজ করে। কৃমিনাশক হিসাবেও কাজ করে নিম। কিন্তু নিয়মিত ও বেশি নিমপাতা খেলে শরীরের অন্দরে কী হয়?
advertisement
1/8

নিমপাতার গুণ বলে শেষ করা যায় না! নিমে প্রায় ১৪০ রকমের সক্রিয় উপাদান রয়েছে, যেগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক হিসাবে কাজ করে। কৃমিনাশক হিসাবেও কাজ করে নিম। কিন্তু কোনও কিছুই বেশি খেলে উপকারের তুলনায় ক্ষতিই হয়! নিমপাতাও তার ব্যতিক্রম নয়। নিয়মিত ও বেশি নিমপাতা খেলে শরীরের অন্দরে কী হয়? জানাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ নাগেন্দ্র নারায়ণ শর্মা
advertisement
2/8
গর্ভবতী মহিলারা নিমপাতা খাওয়া এড়িয়ে চলুন। জরায়ুর উপর বিরূপ প্রভাব পড়ে, ফলে গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
advertisement
3/8
যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁরাও নিয়মিত নিমপাতা খাওয়া এড়িয়ে চলুন।
advertisement
4/8
নিমপাতা বেশি খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। বর্ষাকালে অনেকে অ্যালার্জি থেকে মুক্তি পেতে নিমপাতা খান। কিন্তু বেশি নিমপাতা খেলে আবার চুলকানির সমস্যা বেড়ে যেতে পারে।
advertisement
5/8
নিমপাতা তিন সপ্তাহের বেশি একটানা খাওয়া উচিত নয়। পরিমিত পরিমাণে নিমপাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোজ সকালে উঠে খালি পেটে দু’টি পাতা খেলে মরসুম বদলের সময়ে জ্বর-সর্দি-কাশির প্রকোপ কমে। আরও বহু ধরনের রোগের সঙ্গে লড়ার ক্ষমতা বাড়ে।
advertisement
6/8
নিমপাতা পেটের সমস্যা দূর করে। গ্যাস-অম্বলের সমস্যায় কার্যকর নিমপাতা। রক্তে ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে তোলে এই পাতা, রক্তে থাকা নানা দূষিত পদার্থ দূর করে।
advertisement
7/8
ত্বকের সমস্যা মেটাতেও এক্সপার্ট নিমপাতা। ব্রণ দূর করে, নিমপাতা খেলে বা পাতা বেটে গায়ে লাগালে ত্বকের সমস্যা শুধু কমবে না, সঙ্গে জেল্লাও বাড়বে।
advertisement
8/8
নিমপাতা খেলে অন্ত্রে থাকা খারাপ ব্যাক্টেরিয়াগুলি ধ্বংস হয়, ভাল ব্যাক্টেরিয়ার পরিমাণ বাড়ে। কাজেই বাড়ে মেটাবলিজম। ফলে কমতে থাকে ওজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Neem Leaves Side Effects: নিমপাতার হাজার-একটা গুণ, কিন্তু এই পাতা সবার জন্য নয়, চিকিৎসক জানালেন নিমপাতা কাদের অসুস্থ করে তোলে