TRENDING:

Nayantara Flower Benefits: লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলছে না উপকার! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ, খেলেই ম্যাজিক

Last Updated:
Nayantara Flower Benefits: নয়নতারা শুধু বাগান আলো করা ফুল নয়, এটি ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণেও অব্যর্থ। রক্তে শর্করার মাত্রা কমাতে কীভাবে ব্যবহার করবেন এই গাছ? জানুন বিশেষজ্ঞের মতামত
advertisement
1/8
ডায়াবেটিস একেবারে ছুমন্তর হবে! সপ্তাহে ৩ দিন খান এই পাতা
শীতের মরশুমে চাহিদা থাকে বিভিন্ন ফুলের। এবছর বাজার মাতাচ্ছে হাইব্রিড নয়নতারা ফুলের। তবে এই ফুল ও গাছের উপকারী জানুন। যা জানলে আপনিও ঘরে লাগিয়ে ফেলবেন এই গাছ আজই। (তথ্য-তন্ময় মন্ডল)
advertisement
2/8
নয়নতারা ফুল গাছের পরিচর্যা করতে গেলে কিছু মৌলিক বিষয়ে মনোযোগ দিতে হয়। যেমন—আলো, জল, মাটি, সার এবং পোকামাকড় নিয়ন্ত্রণ। এই গাছটি যথাযথ পরিচর্যা পেলে দীর্ঘ সময় ধরে সুরুচিপূর্ণ এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে যার ফলে ফুলের সংখ্যা বাড়ানো যায় এবং গাছটি সুন্দর থাকে। এজন্য প্রাথমিকভাবে গাছটির সঠিক পরিচর্যার বিষয়গুলো জানার গুরুত্ব অপরিসীম।
advertisement
3/8
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও কান্দিতে বিক্রি হচ্ছে এই গাছ। শীতের সময় এই গাছের চাহিদা তুঙ্গে বিভিন্ন নার্সারিতে। বিক্রেতাদের কথায়, নয়নতারা গাছের বৈশিষ্ট্য হল এর অত্যন্ত সুঘ্রাণযুক্ত ফুল এবং গাছটির সুন্দর পাতাগুলি। ফুলের পাপড়ি সরল ও সাদা রঙের তবে কিছু জাতের ফুলে হালকা গোলাপী বা হলুদ রংও থাকতে পারে।
advertisement
4/8
গাছটির ফুলের তাজা গন্ধ সুগন্ধির জন্য বিখ্যাত এবং এটির সুবাস রাতে তীব্র হয়।মুলত এই গাছের পাতা ব্যবহার করা হয় ডায়াবেটিস নির্মূলে।
advertisement
5/8
মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক বিপ্লব সেনগুপ্ত জানিয়েছেন, ২০২২ সালে গোটা বিশ্বে ডায়াবিটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৫৪ কোটি। প্রতি বছর যা কয়েকগুণ হারে বাড়ছে। অজান্তে রক্তে বেড়ে যায় শর্করার মাত্রা।
advertisement
6/8
বিপদসীমা ছাড়ালেই মধুমেহ। ডায়াবিটিস বা মধুমেহ একা আসে না। তার আস্তিনে লুকিয়ে শরীরে হানা দেয় আরও একাধিক রোগ। এই রোগের নিরাময় তো পুরোপুরি সম্ভব নয়। কিন্তু, যাতে ডায়াবিটিস শরীরে তেমন প্রভাব না ফেলতে পারে তার জন্য রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সবার আগে দরকার। তাই ব্লাড সুগার কী কী উপাদানের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে নিরন্তর চলছে গবেষণা।
advertisement
7/8
সাম্প্রতিকতম গবেষণায় এক দারুণ তথ্য মিলেছে। আমাদের হাতের কাছে থাকা এক প্রাকৃতিক উপাদানেই রয়েছে ডায়াবিটিস বা সুগার কন্ট্রোলের ক্ষমতা। নয়নতারা ফুলে রয়েছে সর্পেন্টাইন, আজমেলিসিন, অ্যালকালয়েড এবং ভিনক্রিস্টিন নামের উপাদান পাওয়া গিয়েছে। যা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।
advertisement
8/8
এর পাপড়ি মধুমেহের চিকিৎসায় কাজে লাগে। ডায়াবিটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ দেয় নয়নতারা গাছের পাতাও। এই ফুল গাছের পাতার রস খাওয়া খুব ভাল বলে দাবি আর্য়ুবেদ বিশেষজ্ঞের। কারণ এর পাতায় রয়েছে অ্যালকালয়েড, যা ডায়াবিটিসের যম। (তথ্য-তন্ময় মন্ডল)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nayantara Flower Benefits: লক্ষ লক্ষ টাকা খরচ করেও মিলছে না উপকার! অযত্নে বেড়ে ওঠা এই ফুল শরীরের মহা-ওষুধ, খেলেই ম্যাজিক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল