TRENDING:

Natural Mosquito Repellent: বাজেরের দামি দামি মশার তেল-ধূপ ছাড়ুন, রসুনের ঝাঁঝালো গন্ধ কমাবে মশার উৎপাত! ‘এভাবে’ ট্রাই করুন!

Last Updated:
আসলে রসুনকে ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট হিসেবে দেখা হয়। আর তাই রাসায়নিক স্প্রে-র জায়গায় অনেকেই রসুনের রস ব্যবহার করে থাকেন।
advertisement
1/9
দামি দামি মশার তেল-ধূপ ছাড়ুন, রসুনের ঝাঁঝালো গন্ধ কমাবে মশার উৎপাত! ‘এভাবে’ ট্রাই করুন!
অনেকেই মনে করেন যে, রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধ মশা দূর করতে পারে। তাই কাঁচা রসুন চিবানো থেকে শুরু করে রসুনের রস ত্বকে লাগানো কিংবা বাগানে রসুনের রস স্প্রে করার মতো টোটকা অবলম্বন করে থাকেন বহু মানুষ। আসলে রসুনকে ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট হিসেবে দেখা হয়। আর তাই রাসায়নিক স্প্রে-র জায়গায় অনেকেই রসুনের রস ব্যবহার করে থাকেন। কিন্তু আদতে কি তা কাজ করে? এর বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী? সেটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
advertisement
2/9
রসুনকে কেন মসকুইটো রিপেলেন্ট হিসেবে দেখা হয়?রসুনের মধ্যে থাকে অ্যালিসিন। এটি আসলে একটি সালফার যৌগ। যার জন্য রসুনে ঝাঁঝালো গন্ধ হয়। অনেকের বিশ্বাস এটাই ন্যাচারাল মসকুইটো রিপেলেন্ট হিসেবে কাজ করে।
advertisement
3/9
রসুন খেলে কি আদতে পালাবে মশা?মশা দূর করতে অনেকেই রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ রসুন সেবন করলে এর মধ্যে থাকা সালফার যৌগ আমাদের ত্বক আর শ্বাসের সঙ্গে বেরিয়ে আসে। এতে মশা দূরে থাকে। কয়েকটি গবেষণায় এই পরীক্ষা করা হয়েছে। কিন্তু তেমন ফলাফল মেলেনি।
advertisement
4/9
আর একটি গবেষণা হয়েছিল ১৯৯৬ সালে। মশার আচরণ বা গতিবিধির উপর রসুনের কোনও প্রভাব আছে কি না, তা দেখা হয়েছিল তাতে। যদিও এতে স্বীকার করা হয়েছে যে, রসুনের গন্ধ তত্ত্বগতভাবে আকর্ষণকে প্রভাবিত করতে পারে, বাস্তব-বিশ্বের পরীক্ষায় এটি কোনও সামঞ্জস্যপূর্ণ প্রভাব খুঁজে পায়নি।
advertisement
5/9
ত্বকে রসুনের রস লাগানোর প্রভাব কি আদৌ আছে?প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রসুনের তেল বা রসুনের রস যদি ত্বকে লাগানো হয়, তাহলে এর তীব্র গন্ধ ন্যাচারাল শিল্ড হিসেবে কাজ করে। ২০১৭ সালের একটি গবেষণা জার্নাল অফ পেস্ট সায়েন্স-এ প্রকাশিত হয়েছিল। তাতে রসুনের স্প্রে পরীক্ষা করা হয়েছিল।
advertisement
6/9
তাতে দেখা গিয়েছে যে, ১-২ ঘণ্টার জন্য মশার উৎপাত প্রতিহত করতে পেরেছে এটি। কিন্তু এর কার্যকারিতা অবশ্য প্রজাতি ভেদে ভিন্ন হয়। আরও নানা গবেষণায় একই রকম ফলাফল এসেছে। তবে এক্ষেত্রে ত্বকের জ্বালা-অস্বস্তির সমস্যাও রয়েছে। যদি রসুনের রস অথবা তেল যদি ত্বকের উপর সরাসরি প্রয়োগ করা হয়, তাহলে তা সমস্যা ডেকে আনতে পারে।
advertisement
7/9
বাগানে রসুনের রস:সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মসকুইটো রিপেলেন্ট হিসেবে ট্রেন্ডিংয়ে থাকে রসুন। ডিআইওয়াই ব্লগার এবং গার্ডেনিং সাইটগুলি পরামর্শ দেয় যে, রসুনের রস বাগানে স্প্রে করলে কিংবা বাগানে রসুন গাছ লাগালে তা পোকামাকড়ের উৎপাত প্রতিহত করবে। যদিও এই দাবির কোনও অকাট্য প্রমাণ পাওয়া যায়নি এখনও।
advertisement
8/9
অন্যান্য মসকুইটো রিপেলেন্ট:আমেরিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরীক্ষা-নিরীক্ষা করা কিছু বৈজ্ঞানিক ভাবে কিছু মসকুইটো রিপেলেন্টের কথা বলেছে। সেগুলি নিম্নলিখিত:DEET: ৪-৮ ঘণ্টার সুরক্ষা প্রদান করে।Picaridin: গন্ধহীন এই রিপেলেন্ট প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়।
advertisement
9/9
Oil of Lemon Eucalyptus (OLE): এটা ন্যাচারাল মসকুইটো রিপেলেন্স। ৬ ঘণ্টা পর্যন্ত এর কার্যকারিতা বজায় থাকে। এই সবের কাছে রসুন কিছুই নয়। সে সেবন করা হোক, ত্বকে লাগানো হোক কিংবা স্প্রে করা হোক — এর কার্যকারিতা কম। বেশিক্ষণ স্থায়ীও হয় না। সব মিলিয়ে একেবারেই ভরসাযোগ্য নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Natural Mosquito Repellent: বাজেরের দামি দামি মশার তেল-ধূপ ছাড়ুন, রসুনের ঝাঁঝালো গন্ধ কমাবে মশার উৎপাত! ‘এভাবে’ ট্রাই করুন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল