TRENDING:

Nail Polish Health Problem : লাল-বেগুনি নখেই সর্বনাশ! নেলপলিশের রঙিন মোহেই লুকিয়ে মারাত্মক 'বিষ'! কতটা ক্ষতিকর জানেন?

Last Updated:
প্রতিটি মেয়েরাই রূপ চর্চার পাশাপাশি নখেরও চর্চা করতে ভালবাসে। তার জন্য শুধু রঙিন নেলপলিশই নয়, চলে তার উপর নানান কারুকাজও।
advertisement
1/5
লাল-বেগুনি নখেই সর্বনাশ! নেলপলিশের রঙিন মোহেই লুকিয়ে মারাত্মক 'বিষ'! কতটা ক্ষতিকর জানেন?
অতিরিক্ত নেলপলিশ ব্যবহার বড় ক্ষতি হতে পারে নখেরই। যে নখকে সুন্দর করতে এই প্রসাধনীর ব্যবহার সারাবিশ্বে, সেই নখই ক্ষতিগ্রস্ত হতে পারে। অল্পে নখ ভেঙে যেতে পারে, নখের উপরের অংশ উঠে আসতে পারে। নখ হয়ে যেতে পারে নিষ্প্রাণ ও নিস্তেজ।
advertisement
2/5
ত্বক বিশেষজ্ঞ রবি শঙ্কর জানান, "চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ। অ্যাসিটোনযুক্ত নেলপলিশ ও রিমুভার ক্ষতি করতে পারে চোখের। নানা ধরনের অ্যালার্জি হতে পারে। বারবার চোখ থেকে জল পরা, চোখ লাল হয়ে যাওয়া এর অন্যতম উপসর্গ।"
advertisement
3/5
অতিরিক্ত নেলপলিশ ব্যবহার ত্বকের জন্য যথেষ্টই ক্ষতিকর। অ্যাসিটোন যুক্ত নেলপলিশ ও রিমুভার থেকে দূরে থাকা উচিৎ অ্যাজমা রোগীদের। এতে অ্যাজমা অ্যাটাক হওয়ার প্রবণতা বাড়তে পারে।
advertisement
4/5
অ্যাসিটোন যুক্ত নেলপলিশ ও রিমুভার ব্যবহারে নখের ক্ষতি নখের রঙ বিবর্ণ হতে পারে, নখ শুকিয়ে যেতে পারে, নখ ভঙ্গুর হয়ে যেতে পারে, নখের উপরের স্তরে হলুদ বা লাল দাগ পড়তে পারে।
advertisement
5/5
যাদের কস্মিনকালেও বমির সমস্যা ছিল না, তাঁরা আক্রান্ত হতে পারেন অ্যাসিটোন যুক্ত নেলপলিশ ও রিমুভার ব্যবহারে। এতে হঠাৎ করে বমি ভাব ও ঘনঘন বমি হওয়ার প্রবণতা বাড়তে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nail Polish Health Problem : লাল-বেগুনি নখেই সর্বনাশ! নেলপলিশের রঙিন মোহেই লুকিয়ে মারাত্মক 'বিষ'! কতটা ক্ষতিকর জানেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল