TRENDING:

Motton Benefits: কারা নিশ্চিন্তে মটন খেতে পারেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চমকে দেওয়া তথ্য! রবিবার দুপুরে আরামে খান

Last Updated:
Healthy Food: শরীরের কারণে, অনেকের বাড়িতে পাঠা (রেড মিট) এখন খুব কম হয়, কিন্তু....
advertisement
1/7
কারা নিশ্চিন্তে মটন খেতে পারেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চমকে দেওয়া তথ্য!
রবিবারের দুপুর মানেই পাতে থাকতে হবে মাংস-ভাত৷ মাংস মানে মটন, বা পাঠার মাংস৷ বাঙালীর নানা মটন পদ রয়েছে, যার মধ্যে আলু দিয়ে মটনের পাতলা ঝোল, রবিবারের জন্য পারফেক্ট৷ দুপুরে খেয়ে একটা লম্বা ভাত ঘুম! জমে যাবে ছুটির দিন৷ সপ্তাহান্তের একটি বা যদি দুদিনও ছুটি থাকে তাহলেও রবিবারটাই হয় স্পেশাল ৷ সবাই মিলে একসঙ্গে লাঞ্চের মজাই আলাদা ৷
advertisement
2/7
বাঙালির প্রিয় কচি পাঠার ঝোল হোক বা কসা, খাসা এই ডিসে পেট মন সবই ভরে ৷ তবে অনেকের বাড়িতে পাঠা (রেড মিট) এখন কদাচিত হয়ে থাকে ৷ এক, পাঠার মাংসের দাম অনেকটাই বেশি (৮০০-৮৫০ টাকা প্রতি কেজি), দুই, টেস্টে বেস্ট হলেও খাদ্যগুণে মুরগির থেকে অনেক অংশে পিছিয়ে ৷ বাড়িতে রেট মিট না খাওয়া বা আনার পিছনে দ্বিতীয় কারণটাই অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব পায় ৷ তবে গবেষণা বলছে পাঠার গুণ নেহাত কম নয় ! খেতেও যেমন সুস্বাদু, গুণেও তেমন ভরপর বাঙালির প্রিয় পাঠার মাংস !(Photo Collected)
advertisement
3/7
১) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে স্যাচুরেটেড ফ্যাট যেমন হার্টের সমস্যা বাড়িয়ে তোলে তেমনই আনস্যাচুরেটেড ফ্যাট শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং তাতে শরীর থাকে সুস্থ ৷ পাঠার মাংসে আনস্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি, তাই হার্টের উপকার হয় এই মাংস খেলে ৷ (Photo Collected)
advertisement
4/7
২) ভিটামিন বি ১২-এ ভরপুর পাঠার মাংস ৷ Photo Collected
advertisement
5/7
৩) অন্যান্য মাংসের তুলনায় এই মাংসে আইরনের পরিমাণ অনেকটাই বেশি ৷ প্রতি ১০০ গ্রাম পাঠার মাংসে ৩.৮ এমজি আইরন থাকে যা মুরগির ক্ষেত্রে ১.৭ এমজি ৷ যারা অ্যানিমিয়ায় ভোগেন তাদের জন্য দারুণ উপকারি এই মাংস ৷ Photo Collected
advertisement
6/7
৪) পটাশিয়ামের মাত্রা অনেকটাই বেশি, সোডিয়ামের মাত্রা কম ৷ এতে আপনার শরীরের পটাশিয়াম ও সোডিয়ামের ব্যালেন্স বজায় থাকে ৷ Photo Collected
advertisement
7/7
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Motton Benefits: কারা নিশ্চিন্তে মটন খেতে পারেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চমকে দেওয়া তথ্য! রবিবার দুপুরে আরামে খান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল