TRENDING:

Musur Dal or Masoor Dal Side Effects: উপকারী হলেও মুসুর ডাল মুখেই দেবেন না ‘এঁরা’! জানুন কোন কোন রোগে এটা খেলেই সাড়ে সর্বনাশ শরীরের

Last Updated:
Musur Dal or Masoor Dal Side Effects: কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে মুসুরডাল খুবই ক্ষতিকারক৷ সতর্ক হয়ে রাশ না টানলে বিপদ বাড়বে
advertisement
1/6
উপকারী হলেও মুসুর ডাল মুখেই দেবেন না ‘এঁরা’! জানুন কোন কোন রোগে এটা খেলে সর্বনাশ
সিদ্ধ হোক বা ফোড়ন দিয়ে-গরম ভাতের সঙ্গে বাঙালির কাছে সেরা যুগলবন্দি মুসুরডাল৷ হেঁশেলের নিত্য রান্নার মধ্যে প্রথমেই আসে এই ডাল৷ উপকারে ঠাসা এই ডাল খেতেই হবে একাধিক কারণে৷
advertisement
2/6
কিন্তু কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে মুসুরডাল খুবই ক্ষতিকারক৷ সতর্ক হয়ে রাশ না টানলে বিপদ বাড়বে৷ বলছেন পুষ্টিবিদ নমামি আগরওয়াল৷
advertisement
3/6
অতিরিক্ত মুসুরডাল খেলে হজমের সমস্যা দেখা দেয়৷ পেটের গ্যাস, পেট ফেঁপে ওঠা, ক্র্যাম্পিংয়ের মতো বিপত্তি শুরু হতে পারে৷
advertisement
4/6
মুসুরডালে প্রচুর পরিমাণে ফাইবার আছে৷ তাই এই ডাল ডায়েটে রাখলে বেশি জল পান করতে হবে৷ না হলে হজমের গণ্ডগোল শুরু হয়৷ ক্রনিক পেটের রোগে ভুগলে মুসুরডাল ক্ষতিকর হতে পারে৷
advertisement
5/6
মসুর ডালের পিউরিন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কোনও ব্যক্তি যদি বাতের ব্যথায় ভোগেন, তাহলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে তার মুসুর ডাল এড়িয়ে চলাই ভাল।
advertisement
6/6
ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকলে মুসুরডাল বিপজ্জনক হতে পারে৷ বাড়তে পারে গাঁটের যন্ত্রণা৷ কিডনির সমস্যা বা কিডনির অসুখ থাকলে মুসুর ডাল থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়৷ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিডনির অসুখে মুসুরডাল খাবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Musur Dal or Masoor Dal Side Effects: উপকারী হলেও মুসুর ডাল মুখেই দেবেন না ‘এঁরা’! জানুন কোন কোন রোগে এটা খেলেই সাড়ে সর্বনাশ শরীরের
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল