Musur Dal Side Effects: ১ চামচ মুসুর ডাল পেটে গেলেও বারোটা বাজবে এঁদের! চরম বরবাদে ঝাঁঝরা শরীর! জানুন কারা ভুলেও মুখে দেবেন না এটা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Musur or Masoor Dal Side Effects: এই ডালের উপকারিতা ও খাদ্যগুণ অঢেল৷ প্রোটিনের ভান্ডার মুসুর ডাল খেতে হবে একাধিক রোগ থেকে সুস্থ হতে৷ উপকারিতার শেষ না থাকা এই ডাল নিয়মিত পাতে না থাকলে দিতে হয় মাশুল৷ তবে কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে মুসুরডাল খুবই ক্ষতিকারক৷ সতর্ক হয়ে রাশ না টানলে বিপদ বাড়বে
advertisement
1/5

বাঙালি হেঁশেলে মুসুরডালের প্রচলন তথা দাপট দীর্ঘ দিনের৷ সিদ্ধ বা ফোড়ন দিয়েই হোক৷ অথবা রাতভর ভিজিয়ে রেখে বড়া৷ নানা স্বাদে, নানা অবতারে ধরা দেয় এই জনপ্রিয় পুষ্টিকর ডাল৷ ভাতের সঙ্গে এই ডালের যুগলবন্দি অতুলনীয়৷
advertisement
2/5
এই ডালের উপকারিতা ও খাদ্যগুণ অঢেল৷ প্রোটিনের ভান্ডার মুসুর ডাল খেতে হবে একাধিক রোগ থেকে সুস্থ হতে৷ উপকারিতার শেষ না থাকা এই ডাল নিয়মিত পাতে না থাকলে দিতে হয় মাশুল৷ তবে কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে মুসুরডাল খুবই ক্ষতিকারক৷ সতর্ক হয়ে রাশ না টানলে বিপদ বাড়বে৷ বলছেন পুষ্টিবিদ নমামি আগরওয়াল৷
advertisement
3/5
অতিরিক্ত মুসুরডাল খেলে হজমের সমস্যা দেখা দেয়৷ পেটের গ্যাস, পেট ফেঁপে ওঠা, ক্র্যাম্পিংয়ের মতো বিপত্তি শুরু হতে পারে৷ মুসুরডালে প্রচুর পরিমাণে ফাইবার আছে৷ তাই এই ডাল ডায়েটে রাখলে বেশি জল পান করতে হবে৷ না হলে হজমের গণ্ডগোল শুরু হয়৷ ক্রনিক পেটের রোগে ভুগলে মুসুরডাল ক্ষতিকর হতে পারে৷
advertisement
4/5
মুসুর ডালের পিউরিন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই কোনও ব্যক্তি যদি বাতের ব্যথায় ভোগেন, তাহলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে তার মুসুর ডাল এড়িয়ে চলাই ভাল।
advertisement
5/5
ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকলে মুসুরডাল বিপজ্জনক হতে পারে৷ বাড়তে পারে গাঁটের যন্ত্রণা৷ কিডনির সমস্যা বা কিডনির অসুখ থাকলে মুসুর ডাল থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়৷ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিডনির অসুখে মুসুরডাল খাবেন না৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Musur Dal Side Effects: ১ চামচ মুসুর ডাল পেটে গেলেও বারোটা বাজবে এঁদের! চরম বরবাদে ঝাঁঝরা শরীর! জানুন কারা ভুলেও মুখে দেবেন না এটা