Fuller's Earth or Multani Mitti: ব্রণমুক্ত ঝকঝকে ত্বক, রেশমি চুল চাই গরমেও? এক চিমটে মাটিই আপনার সৌন্দর্যের চাবিকাঠি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fuller's Earth or Multani Mitti: মাটির গুণের কদর রূপচর্চায় বহু দিন ধরেই
advertisement
1/7

বর্তমান পাকিস্তানের মুলতানের মাটির গুণের কদর রূপচর্চায় বহু দিন ধরেই৷ রূপচর্চা ছড়া আরও বহু কাজে ব্যবহৃত হয় এই মাটি বা এই ধরনের মৃত্তিকা৷ সেরকমই একটি কাজ হল ‘ফুলিং’ ৷ শীতবস্ত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হল এই ফুলিং৷ সেই পর্বে মুলতানি মাটি প্রয়োজন হয় বলে ইংরেজিতে এর নাম ‘ফুলার্স আর্থ’৷
advertisement
2/7
ময়লা,ঘাম ও দূষণের প্রভাব দূর করে ত্বককে ডিপ ক্লিঞ্জ বা গভীর ভাবে পরিষ্কার করে৷ স্কিনটোন সমান করে ত্বকের বর্ণ উজ্জ্বল করে৷ ট্যানিং ও পিগমেন্টেশনের সমস্যা কমায়৷ সানবার্ন, ত্বকের সংক্রমণ প্রশমিত হয় মুলতানি মাটিতে৷
advertisement
3/7
মুলতানি মাটির সঙ্গে মেশান গোলাপজল৷ এই মিশ্রণ মুখে মেখে অপেক্ষা করুন আধঘণ্টা৷ তার পর জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন৷ বাড়তি তেল, ধুলো, ময়লা দূর করে তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখবে৷ কমবে ব্রণ ও অ্যাকনের সমস্যা৷ মাসে অন্তত দু’বার এই মাড ফেসপ্যাক ব্যবহার করুন৷
advertisement
4/7
এক চামচ করে মুলতানি মাটি আর আলুর রস নিন৷ তাতে দিন দুধের সরএবং লেবুর রস৷ এই মিশ্রণ মাখুন চোখের চারদিকে৷ আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন জলে৷ চোখের চারপাশের কালি দূর হবে৷
advertisement
5/7
মুলতানি মাটির সঙ্গে নিন চন্দনগুঁড়ো, বেসন এবং পুদিনাপাতার রস৷ এই ফেসপ্যাক আপনার ত্বক ডিপ ক্লিঞ্জ বা গভীর ভাবে পরিষ্কার করবে৷ সেরা ফল পেতে সপ্তাহে এক বার কি দু’বার এই প্যাক ব্যবহার করুন স্ক্রাবার হিসেবে৷
advertisement
6/7
চুলের দেখভালেও ব্যবহার করুন মুলতানি মাটি৷ তিন চামচ মুলতানি মাটির সঙ্গে নিন একটি ডিম, আমলকির রস, লেবুর রস এবং সম্ভব হলে ১ চামচ বিয়ার৷ এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fuller's Earth or Multani Mitti: ব্রণমুক্ত ঝকঝকে ত্বক, রেশমি চুল চাই গরমেও? এক চিমটে মাটিই আপনার সৌন্দর্যের চাবিকাঠি