Mulberry Health Benefits: কোষ্ঠকাঠিন্য, কৃমি, জ্বর, সর্দি-কাশি-সহ বহু রোগে দারুণ কাজের এই ফল
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Mulberry Health Benefits: ঠান্ডা লাগা জ্বর থেকে পিত্তনাশ, যেকোনও রোগের সমাধান এই সুস্বাদু ফল! জানুন বিশেষজ্ঞের মত
advertisement
1/6

কোষ্ঠকাঠিন্য নিয়ে চিন্তা? জ্বর কফ এর সমস্যা? এখন সব সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয়। বাড়িতে লাগাতে পারেন এই গাছ। এই ফলের গুণ অবাক করবে
advertisement
2/6
মালবেরি বা প্রচলিত অর্থে তুঁতেই হবে সব সমস্যার সমাধান।তুঁত ফল বা মালবেরি স্বাস্থ্যের পক্ষে উপকারী।তুতেঁর লালচে কালো ফল খুবই রসালো, নরম, মিষ্টি,টক ও সুস্বাদু হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পাকা তুঁত ফল উপকারী।
advertisement
3/6
এ ছাড়া পাকা ফলের টক-মিষ্টি রস বায়ু ও পিত্তনাশক, দাহনাশক, কফনাশক ও জ্বরনাশক হিসেবে ব্যবহৃত হয়। এমনই মত বিশেষজ্ঞদের।
advertisement
4/6
ঠান্ডা লেগে জ্বর কিংবা কাশি হলে তুঁত গাছের ফল অত্যন্ত উপকারী ফল। তুঁত গাছের ছাল ও শিকড়ের রস কৃমিনাশক।
advertisement
5/6
স্থানভেদে ভিন্ন ধরনের তুঁত দেখা যায় ।যার ফল সাদা বর্ণের, পাকলে হয় হালকা গোলাপী সাদা। এ ফল টক তেমন নয়, স্বাদে খুব মিষ্টি ও রসালো।
advertisement
6/6
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস বলেন, দেখতে খুব সুন্দর। স্বাদেও বেশ। তবে প্রাথমিকভাবে কোনও রোগ চিকিৎসায় গুরত্বপূর্ণ। তাই বাড়িতে লাগানো এই গাছের ফল ব্যবহার করতে পারেন। (তথ্য: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mulberry Health Benefits: কোষ্ঠকাঠিন্য, কৃমি, জ্বর, সর্দি-কাশি-সহ বহু রোগে দারুণ কাজের এই ফল