Weekend Trip From Kolkata: হাতে দু’দিনের ছুটি? বৃষ্টি উপভোগ করতে চান? আপনার অপেক্ষায় জল-জঙ্গল-পাহাড় ঘেরা রাঙামাটির দেশ মুকুটমণিপুর
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Mukutmanipur Tourism: ২০১৪ সালে উদ্বোধন করা হয় মুসাফিরানা ভিউ পয়েন্টের। তৎকালীন বাঁকুড়া জেলাশাসক এই দৃষ্টিনন্দন ভিউ পয়েন্টটির উদ্বোধন করেন।
advertisement
1/6

মুকুটমণিপুর ঘুরতে এসেছেন, তাহলে চলে আসুন এই জায়গায় যেখান থেকে দেখতে পাবেন গোটা বাঁধটি।
advertisement
2/6
তৎকালীন বাঁকুড়ার জেলাশাসক এই দৃষ্টিনন্দন ভিউ পয়েন্টটির উদ্বোধন করেন। আজ পেরিয়েছে প্রায় দশটি বছর। সমান হারে বাড়ছে মুসাফিরানার জনপ্রিয়তা।
advertisement
3/6
এই ভিউ পয়েন্টে সংযোজন করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজপাঠের প্রতিটি পাতার চিত্রগুলি।
advertisement
4/6
এরফলে ছোট ছোট কচিকাঁচারাও আকৃষ্ট হচ্ছে মুসাফিরানা ভিউ পয়েন্টের দিকে।মাত্র ১০ টাকার টিকিটে আপনি উপভোগ করতে পারবেন এই মুসাফিরানা ভিউ পয়েন্ট।
advertisement
5/6
পর্যটক সুলগ্না চ্যাটার্জি বলেন, এই বর্ষায় মুকুটমণিপুর হল একটি পারফেক্ট উইক এন্ড ডেস্টিনেশন।
advertisement
6/6
এখানে মুসাফিরানা বাদেও রয়েছে কংসাবতী ড্যামে নৌকো বিহার, পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির, অম্বিকানগর রাজবাড়ি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip From Kolkata: হাতে দু’দিনের ছুটি? বৃষ্টি উপভোগ করতে চান? আপনার অপেক্ষায় জল-জঙ্গল-পাহাড় ঘেরা রাঙামাটির দেশ মুকুটমণিপুর