TRENDING:

Mosquito Repellent Tips: সারাক্ষণ কুট কুট করে মশার কামড় না খেয়ে বুদ্ধি করে এই গাছটি ঘরে রাখুন, মশার বংশ থাকবে না!

Last Updated:
Mosquito Repellent Tips: গরম বাড়লেই নতুন দুশ্চিন্তার কারণ মশা! ম্যালেরিয়া-ডেঙ্গির হাত থেকে বাঁচতে চাইলে এখনই জানুন উপায়।
advertisement
1/7
সারাক্ষণ কুট কুট করে মশার কামড় না খেয়ে বুদ্ধি করে এই গাছটি ঘরে রাখুন, মশার বংশ থাকবে না!
গরম বাড়লেই নতুন দুশ্চিন্তার কারণ! আর তার থেকে বড় দুশ্চিন্তা রোগ জীবাণুবাহিত মশা মাছিদের উপদ্রব। মূলত এই সময় ডেঙ্গি ম্যালেরিয়া বহনকারী মশাদের উপদ্রব বৃদ্ধি পায়। মশার হাত থেকে বাঁচতে মসকিউটো কয়েল কিংবা অন্যান্য পেস্টিসাইড ব্যবহার করে মানুষজন। তবে জানেন কি বাড়ির মধ্যে কয়েকটি গাছ লাগালে মশা ও রোগ জীবাণু বাহিত পতঙ্গ থাকবে দূরে।
advertisement
2/7
রোজমেরি একটি চিরহরিৎ গুল্ম জাতীয় গাছ। এই গাছ থেকে একটু কড়া গন্ধ বেরোয় ঠিকই কিন্তু তা মশাদের দূরে রাখে, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়কেও দূরে রাখে।
advertisement
3/7
গাঁদাফুল গাছ, ভারতে একটি অন্যতম প্রচলিত আর জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদাফুল। এই গাছ ঘরের ভেতরে বা বাইরে যে কোনও জায়গায়, যে কোনও মাটিতেই বসানো যায়। এই ফুলের অভিনব গন্ধ ঘর থেকে মশাদের দূরে রাখতে সাহায্য করে।
advertisement
4/7
তুলসী গাছ, প্রায় সব ঘরেই পবিত্রতার চিহ্ন হিসাবে তুলসী গাছ দেখতে পাওয়া যায়। এই গাছে মশাদের লার্ভা টিকতে পারে না এবং এই গাছের কড়া গন্ধ মশার সঙ্গে অন্যান্য পোকামাকড়দেরও ঘর থেকে দূরে রাখে।
advertisement
5/7
পুদিনা গাছ, পুদিনা তার অভিনব আর রিফ্রেশিং স্বাদের জন্য আমাদের কাছে খুব প্রিয়। কিন্তু জানেন কি এই গাছ মশা তাড়াতেও সমানভাবে কার্যকরী। এই গাছ আপনি আপনার ঘরের ভিতরে বা বাইরে যে কোনও জায়গায় বসাতে পারেন।
advertisement
6/7
রসুন, মশা তাড়ানোর একটি অন্যতম প্রাকৃতিক উপায় হল রসুন। আপনি রসুনের ছোট ছোট পিস করে যেখান থেকে আপনার ঘরে মশা ঢোকে সেখানে রেখে দিতে পারেন অথবা রসুনের রস বের করে আপনার ঘরের গাছে স্প্রে করতে পারেন। তা আপনার ঘরকে মশামুক্ত রাখতে সাহায্য করবে।
advertisement
7/7
দূর্বা ঘাস, সহজেই গজিয়ে ওঠা এই ঘাসগুলকে পরের বার পরিষ্কার করার আগে একটু ভেবে দেখবেন। দূর্বা ঘাসের গন্ধ প্রাকৃতিক উপায়ে মশাদের ঘর থেকে দূরে রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Repellent Tips: সারাক্ষণ কুট কুট করে মশার কামড় না খেয়ে বুদ্ধি করে এই গাছটি ঘরে রাখুন, মশার বংশ থাকবে না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল