Mosquito Repellent Tips: সন্ধে হলেই ঘরে মশার মেলা? দামি তেল-ধূপ নয়; ঘরে রাখুন 'এই' গাছ, মশার বংশ থাকবে না
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Mosquito Repellent Tips: বাড়িতে এই পাঁচটি গাছ লাগালে মশা আর থাকবে না, এছাড়াও পুরো বাড়িতে সুগন্ধ ছড়াবে।
advertisement
1/6

বর্তমানে দ্রুত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এমতাবস্থায় সন্ধ্যার পর থেকেই ঘরে ঘরে মশার আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। অনেক সময় মানুষ মশার হাত থেকে রক্ষা পেতে দামি ক্রিম, মশারি ও অন্যান্য বিভিন্ন উপায় অবলম্বন করে। কিন্তু, আয়ুর্বেদে মশা তাড়ানোর একটি খুব সহজ উপায় বর্ণনা করা হয়েছে। এর জন্য মশা মারতেও হবে না।
advertisement
2/6
এই পাঁচটি গাছ লাগানো যেতে পারে-- • ডা. ভি কে পান্ডে বলেছেন যে, লেমন গ্রাস এমন একটি উদ্ভিদ যা মশা তাড়ানোর ওষুধেও ব্যবহৃত হয়। কারণ, এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এর তীব্র গন্ধের কারণে মশা আশেপাশে থাকে না।
advertisement
3/6
• দ্বিতীয় উদ্ভিদ হল গাঁদা, এর গন্ধ খুব শক্তিশালী, যা মশা পছন্দ করে না। ফুল ছাড়াও যদি ঘরে এর গাছ লাগানো যায় তবে মশার পাশাপাশি ছোট পোকামাকড়ও দেখা যাবে না।
advertisement
4/6
• বায়ু পরিষ্কার রাখার পাশাপাশি তুলসি গাছ ছোট পোকামাকড় ও মশাকেও দূরে রাখে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের কারণে মশারা এই গাছ থেকে দূরে থাকে।
advertisement
5/6
• নিম গাছ মশার প্রাকৃতিক শত্রু। কারণ এর অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং এর তীব্র গন্ধ যা মশাকে দূরে রাখে, বাড়ির বাগানে নিম গাছ লাগালে আর মশার উৎপাত থাকবে না।
advertisement
6/6
• রোজমেরি গাছকে প্রাকৃতিক মশা নিরোধক হিসাবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে, এর সুগন্ধ সবচেয়ে শক্তিশালী এবং এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। এর এক ফোঁটা তেল হাতে নিলে সারা ঘর সুগন্ধে ভরে যাবে। যে কারণে মশাও ঘরের আশেপাশে ঘোরাফেরা করবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Repellent Tips: সন্ধে হলেই ঘরে মশার মেলা? দামি তেল-ধূপ নয়; ঘরে রাখুন 'এই' গাছ, মশার বংশ থাকবে না