Mosquito Repellent: মশার জ্বালায় নাজেহাল? কয়েল-স্প্রে ফেলে দিন, পেঁয়াজ আর তেজপাতার টোটকাতেই কামাল, বাড়িতে আর একটাও মশা ঢুকবে না
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
নিত্যদিনের একটা বড় অস্বস্তির বিষয় হল মশা! যে ঋতুই হোক না কেন, মশার জ্বালা কিছুতেই কমে না! মশা যে শুধু চোঁ চোঁ করে রক্ত টেনে নেয়, তাই নয়, ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মশার কামড়ের মাধ্যমেই ছড়ায়। তাই বাড়ি থেকে মশা দূর করা অত্যন্ত জরুরি।
advertisement
1/6

নিত্যদিনের একটা বড় অস্বস্তির বিষয় হল মশা! যে ঋতুই হোক না কেন, মশার জ্বালা কিছুতেই কমে না! মশা যে শুধু চোঁ চোঁ করে রক্ত টেনে নেয়, তাই নয়, ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মশার কামড়ের মাধ্যমেই ছড়ায়। তাই বাড়ি থেকে মশা দূর করা অত্যন্ত জরুরি।
advertisement
2/6
মশা তাড়াতে অনেকেই নামিদামী রাসায়নিক স্প্রে, কয়েক ব্যবহার করেন! কিন্তু মাথায় রাখতে হবে, এ'সবে বিপজ্জনক কেমিক্যাল থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে! শুধুমাত্র পেঁয়াজ আর তেজপাতার জাদুতেই সায়েস্তা হবে মশার দল, আর একটা মশাও বাড়িতে ঢুকবে না--
advertisement
3/6
মশা তাড়াতে প্রয়োজন-- পেঁয়াজের খোসা, তেজপাতা, কর্পূর, সর্ষের তেল বা নিম তেল ও একটা প্রদীপ। এর পর যা করতে হবে--
advertisement
4/6
প্রথমে পেঁয়াজের খোসা ও তেজপাতা শেঁকে নিন। এবার একটি কাগজের উপর সেগুলি নিয়ে গুঁড়ো করে নিন। আলাদা করে কর্পূরও গুঁড়ো করে রেখে দিন।
advertisement
5/6
এর পর একটি প্রদীপে কিছুটা সর্ষের তেল বা নিম তেল নিয়ে, সেই তেলের মধ্যে কর্পূরের গুঁড়ো ও পেঁয়াজের খোসা ও তেজপাতার গুঁড়ো দিন। এবার একটি সলতে লাগিয়ে প্রদীপ জ্বালান।
advertisement
6/6
প্রতিদিন বাড়ির যে-কোনও জায়গায় এই প্রদীপ জ্বালিয়ে রাখুন। দেখবেন ১০ মিনিটের মধ্যে গায়েব মশা!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Repellent: মশার জ্বালায় নাজেহাল? কয়েল-স্প্রে ফেলে দিন, পেঁয়াজ আর তেজপাতার টোটকাতেই কামাল, বাড়িতে আর একটাও মশা ঢুকবে না