Insect Remedy In Monsoon: হাতের মুঠোয়ে চট জলদি ম্যাজিক, মশা-মাছি-আরশোলা দূর হবে বাপ বাপ বলে! ছোট্ট টিপসে হবে বিরাট কাজ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Home Hacks: এমন কিছু গাছ আছে যা একদিকে আপনার বাড়িতে ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারবেন অপরদিকে বাড়িতে মশা ও পোকামাকড়ের উপদ্রব কমবে।
advertisement
1/6

বর্ষার সময়ে একদিকে যেমন বাড়ে মশার উপদ্রব তেমনি বাড়ে সাপ-বিছের উপদ্রবও। কিন্তু এমনকিছু গাছ আছে যেগুলো বাড়ির আশপাশে লাগালে সহজে ঘরে ঢুকবে না একটা মশা পোকামাকড়।
advertisement
2/6
এমন কিছু গাছ আছে যা একদিকে আপনার বাড়িতে ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার করতে পারবেন অপরদিকে বাড়িতে মশা ও পোকামাকড়ের উপদ্রব কমবে।
advertisement
3/6
নিম গাছের আয়ুর্বেদিক গুরুত্ব আছে। এর তিক্ত গন্ধ পোকামাকড়, মশাকে ঘরে আসতে দেয় না। এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে অনেক বেশি কার্যকর।
advertisement
4/6
তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। এর তীক্ষ্ণ গন্ধ সরীসৃপ জাতীয় প্রাণীদের পছন্দ নয়। তাই এগুলো তুলসী থেকে দূরে থাকে।
advertisement
5/6
পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর।
advertisement
6/6
বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। যদিও এই উদ্ভিদের গন্ধ খুবই সুন্দর তবে মশা এটি মোটেই পছন্দ করে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Insect Remedy In Monsoon: হাতের মুঠোয়ে চট জলদি ম্যাজিক, মশা-মাছি-আরশোলা দূর হবে বাপ বাপ বলে! ছোট্ট টিপসে হবে বিরাট কাজ