Mosquito Prevention Home Remedies: বাইরে তো বটেই, ঘরেও শান্তি নেই! কুটুর কটুর মশার কামড়ে জীবন অতিষ্ঠ হয়েছে উঠেছেন, সস্তার এই টিপসেই পাবেন মুক্তি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mosquito Prevention Home Remedies: গ্রীষ্ম ও বর্ষায় হঠাৎ মশার উপদ্রব বাড়ে। নিম-কাপুর ধোঁয়া, লেমনগ্রাস তেল, মশারি, জালি ও রসুন-পুদিনা স্প্রের মতো ঘরোয়া উপায় মশা তাড়াতে কার্যকর। এগুলো অনুসরণ করলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকিও কমে...
advertisement
1/11

গ্রীষ্মকাল ও বর্ষার সময় হঠাৎ করে মশার সংখ্যা বেড়ে যায়। এই মশারা শুধু আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং ঘুম এবং মানসিক শান্তিতেও ব্যাঘাত ঘটায়। মশার কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।
advertisement
2/11
সেই সঙ্গে রাতভর মশার ভনভনানি ও কামড় আমাদের ঘুম কেড়ে নেয়। এই সমস্যার সমাধানে কিছু ঘরোয়া, প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতি আছে যা আপনাকে আরামদায়ক ঘুম ফিরিয়ে দিতে পারে।
advertisement
3/11
মশারির ব্যবহার একটি পুরনো ও কার্যকরী পদ্ধতি। এটি কোনও রাসায়নিক ছাড়াই মশার হাত থেকে সুরক্ষা দেয়। বর্তমানে বাজারে নানা ধরনের ভাঁজযোগ্য ও ডিজাইনার মশারি পাওয়া যায়, যেগুলো সহজেই বিছিয়ে ও গুটিয়ে রাখা যায়।
advertisement
4/11
শুকনো নিমপাতা ও কর্পূর জ্বালিয়ে তার ধোঁয়া ঘরে ছড়িয়ে দিন। এটি একটি প্রাকৃতিক পদ্ধতিতে মশা তাড়ানোর কার্যকরী উপায়। কর্পূরের গন্ধ মশাদের সহ্য হয় না এবং তারা ঘর ছেড়ে পালায়।
advertisement
5/11
লেমনগ্রাস বা সিট্রোনেলা তেল মশাদের জন্য অসহনীয়। কয়েক ফোঁটা তেল পানিতে মিশিয়ে স্প্রে করুন বা ডিফিউজারে ব্যবহার করুন। এতে মশারা পালাবে এবং ঘরেও সুন্দর গন্ধ ছড়াবে।
advertisement
6/11
জানলা ও দরজায় জাল লাগিয়ে দিন, যাতে মশারা ঘরে ঢুকতে না পারে। এটি মশার প্রবেশ রোধের সবচেয়ে কার্যকরী উপায়গুলোর একটি।
advertisement
7/11
জমে থাকা জল মশার প্রজননের উপযুক্ত জায়গা। তাই বাড়ির চারপাশে, ফুলদানি, বালতি, কুলার বা ফ্রিজের পেছনে জল জমতে দেবেন না। নিয়মিত পরিষ্কার করে এইসব স্থান শুকনো রাখুন।
advertisement
8/11
বাজারে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক মশা তাড়ানোর যন্ত্র পাওয়া যায়, যেমন লিকুইড ভ্যাপোরাইজার, ব্যাট বা আল্ট্রাসোনিক রিপেলেন্ট। এগুলো সঠিকভাবে ব্যবহার করলে রাতে মশার সমস্যা অনেকটাই কমে।
advertisement
9/11
রসুন ও পুদিনার স্প্রে তৈরি করুন। রসুন পিষে জল দিয়ে ফুটিয়ে তা স্প্রে করুন, এতে মশারা পালায়। একইভাবে পুদিনা পাতার রসও মশা তাড়াতে সাহায্য করে।
advertisement
10/11
ঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ মশাদের আকর্ষণ করে। তাই প্রতিটি কোণা পরিষ্কার ও শুকনো রাখুন।
advertisement
11/11
প্রাকৃতিক উপায় এবং আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় করলেই মশাদের বিরুদ্ধে কার্যকরী লড়াই সম্ভব। তাহলে আপনি মশার ভনভনানি ছাড়াই নিশ্চিন্তে ঘুমোতে পারবেন এবং রোগের ঝুঁকিও অনেকটাই কমে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Prevention Home Remedies: বাইরে তো বটেই, ঘরেও শান্তি নেই! কুটুর কটুর মশার কামড়ে জীবন অতিষ্ঠ হয়েছে উঠেছেন, সস্তার এই টিপসেই পাবেন মুক্তি...