TRENDING:

Mosquito Bite: মশার কামড়ে ত্বকে চুলকানি, র‍্যাশ? কলার খোসায় এক সেকেন্ডে গায়েব ব্যথা-জ্বালা, তবে ব্যবহার করতে হবে এইভাবেই

Last Updated:
advertisement
1/9
মশার কামড়ে চুলকানি, র‍্যাশ? কলার খোসায় ১ সেকেন্ডে গায়েব ব্যথা-জ্বালা,কীভাবে ব্যবহার করবেন?
বর্ষা এলেই মশার উপদ্রব শুরু। মশার থেকে বিরক্তিকর আর কিছুই হয় না! কামড়ে ত্বকে চুলকানি, জ্বালা, ফোলাভাব, লালচে র‍্যাশ! মশার হাত থেকে বাঁচতে মানুষে কত কী না ব্যবহার করে! হাজারো স্প্রে, ক্রিম! কিন্তু আখেরে কিছুই লাভ হয় না! উলটে এইসব প্রডাক্টে থাকে কেমিক্যাল যাতে ত্বকের বারোটা বাজে! কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে! কলার খোসায় নিমেষে দূর হবে মশার কামড়ের জ্বালা, চুলকানি, লাল ভাব! তবে ব্যবহার করতে হবে এইভাবেই--
advertisement
2/9
পরের বার কলা খাওয়ার পর আর খোসা ডাস্টবিনে ফেলবেন না! কলার খোসাতেই সায়েস্তা হয় মশা! মশার কামড়ের জ্বালা ও চুলকানি থেকে রেহাই মিলবে নিমেষে।Image: News18
advertisement
3/9
কীভাবে কলার খোসা উপশম দেয়?প্রথম সারির একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সোনালি কোহলি জানিয়েছেন, কলার খোসার মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি (প্রদাহ-নাশক) গুণ রয়েছে। এতে থাকা পলিস্যাকারাইড ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের জ্বালা-যন্ত্রণা কমায় এবং চুলকানি থেকে মুক্তি দেয়।Image: News18
advertisement
4/9
ডা. কোহলির মতে, মশার কামড়ের ফলে যে প্রোটিন ত্বকের মধ্যে প্রবেশ করে, কলার খোসার উৎসেচক বা এনজাইম সেই প্রোটিনকে ভেঙে দেয়, ফলে চুলকানি ও ফোলাভাব থেকে উপশম মেলে। কিন্তু কীভাবে ব্যবহার করবেন কলার খোসা?Image: News18
advertisement
5/9
সরাসরি ঘষে ব্যবহার: যেখানে মশা কামড়েছে, সেই জায়গায় কলার খোসার ভিতরের দিকটি সরাসরি ঘষে দিন। কয়েক মিনিটের মধ্যেই চুলকানি ও ফোলাভাব কমবে। Representative Image Image Generated By AI
advertisement
6/9
[caption id="" align="alignnone" width="1200"] কলার খোসার পেস্ট তৈরি করুন: কলার খোসা চটকে, তার সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল বা গ্লিসারিন মিশিয়ে নিন। যেখানে মশা কামড়েছে, সেখানে এই মিশ্রণটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। Representative Image Image Generated By AI</dd> <dd>[/caption]
advertisement
7/9
[caption id="" align="alignnone" width="1200"] কলার খোসা আর কী কী কাজে লাগে? দাঁতের জন্য: কলার খোসায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ-এর মতো উপাদান থাকে, যা দাঁতের হলুদভাব কমায়। প্রতিদিন খোসার ভিতরের দিকটি ২-৩ মিনিট দাঁতে ঘষুন। কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে। Representative Image Image Generated By AI</dd> <dd>[/caption]
advertisement
8/9
[caption id="" align="alignnone" width="1200"] শুষ্ক ত্বকের চিকিৎসায়: কলার খোসায় থাকা প্রাকৃতিক তেল ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক আর্দ্র রাখে। মুখে ঘষলে ত্বকের শুষ্কতা কমে যায়। Representative Image Image Generated By AI</dd> <dd>[/caption]
advertisement
9/9
ব্রণ থেকে মুক্তি:কলার খোসায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। ব্রণের উপর ঘষলে প্রদাহ কমে এবং ত্বকে আরাম মেলে।অ্যান্টি-এজিং:কলার খোসায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ফ্রি র&#x200d;্যাডিক্যাল-এর সঙ্গে লড়ে, যা বলিরেখা ও সূক্ষ্ম রেখার কারণ। নিয়মিত ব্যবহারে ত্বকের ইলাস্টিসিটি বাড়বে, ফলে বলিরেখা বা রিঙ্কল পড়বে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mosquito Bite: মশার কামড়ে ত্বকে চুলকানি, র‍্যাশ? কলার খোসায় এক সেকেন্ডে গায়েব ব্যথা-জ্বালা, তবে ব্যবহার করতে হবে এইভাবেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল