Moon and Venus Conjunction : চৈত্র আকাশে চাঁদ-শুক্রের মহাজাগতিক যুগলবন্দি, জানুন এর কারণ, দেখুন অপূর্ব ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Moon and Venus Conjunction : মহাজাগতিক দৃশ্যের ছবিতে ভরে উঠেছে সকলের প্রোফাইল
advertisement
1/7

শুক্রবারের পর থেকে সোশ্যাল মিডিয়া কার্যত 'চন্দ্রাহত'। চাঁদের মহাজাগতিক দৃশ্যে ভরে উঠেছে সকলের প্রোফাইল।
advertisement
2/7
শুক্রবারের চৈত্রসন্ধ্যায় একফালি চাঁদের নীচে একবিন্দু শুক্র গ্রহের অপূর্ব দৃশ্য মন কেড়ে নিয়েছে।
advertisement
3/7
‘চাঁদের স্মাইলি’ থেকে শুরু করে চাঁদের গায়ে চাঁদ লেগেছে-সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একাধিক উপমা।
advertisement
4/7
বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদ ও শুক্রগ্রহের এই কাছাকাছি অবস্থান দুর্লভ নয়। বরং প্রায়ই হয়। কিন্তু আকাশ মেঘলা থাকলে সেই মহাজাগতিক দৃশ্য ধরা পড়ে না চোখে।
advertisement
5/7
বিজ্ঞানের পরিভাষায় এই অবস্থানকে বলা হয় ‘কনজাংশন’।
advertisement
6/7
চাঁদের কাছাকাছি থাকার ফলে এই অবস্থানে শুক্রগ্রহকে অনেক বেশি উজ্জ্বল দেখায়।
advertisement
7/7
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ শুক্রর এই ঘনিষ্ঠ অবস্থানের ছবি শেয়ার করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Moon and Venus Conjunction : চৈত্র আকাশে চাঁদ-শুক্রের মহাজাগতিক যুগলবন্দি, জানুন এর কারণ, দেখুন অপূর্ব ছবি