Weekend Trip: বর্ষায় পুরুলিয়া মোহময়ী! ভালবাসার সঙ্গীকে নিয়ে একদিন কাটান এই রিসর্টে! জীবনে ভুলতেই পারবেন না
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Monsoon Weekend Trip: বর্ষায় পুরুলিয়া প্ল্যান করছেন, আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে এই ইকো রিসর্ট। ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে এই জেলা রূপ পরিবর্তন হয়। এক একটি ঋতুতে একেক রকম রূপ ফুটে ওঠে পুরুলিয়ার। সুন্দরী অযোধ্যার সেই রূপ দেখতে বছরের বিভিন্ন সময়ে ছুটে আসেন পর্যটকেরা। বর্ষার সময় পুরুলিয়ার রূপ থাকে বড়ই মায়াবী।
advertisement
1/7

*ভ্রমণপিপাসু মানুষযে-কোনও সময় ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়ে ফেলেন। আর জঙ্গলমহলের পুরুলিয়া জেলা পর্যটনের মধ্যে অনেকখানি জায়গা করে নিয়েছে। লালমাটির এই জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা এই জেলায় হয়ে থাকে। প্রতিবেদনঃ শমিষ্ঠা ব্যানার্জি। ফাইল ছবি।
advertisement
2/7
*ঋতু পরিবর্তনের সঙ্গে, সঙ্গে এই জেলা রূপ পরিবর্তন হয়। এক একটি ঋতুতে একেক রকম রূপ ফুটে ওঠে পুরুলিয়ার। সুন্দরী অযোধ্যার সেই রূপ দেখতে বছরের বিভিন্ন সময়ে ছুটে আসেন পর্যটকেরা। বর্ষার সময় পুরুলিয়ার রূপ থাকে বড়ই মায়াবী। তাই বর্ষার সময় পুরুলিয়া প্ল্যান করে থাকেন অনেকেই। ফাইল ছবি।
advertisement
3/7
*শান্ত নিরিবিলি পরিবেশে পাহাড়ের কোলে সময় কাটাতে তাই অনেকেরই পছন্দের তালিকায় থাকে মাঠাবুরু পাহাড়ের নিচে অবস্থিত রিসর্ট। কারণ এই এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যের আমেজ অনেকখানি উপভোগ করা যায়। ফাইল ছবি।
advertisement
4/7
*এই পাহাড়ের কোলে অবস্থিত একটি বেসরকারি রিসর্টে মনসুন অর্থাৎ বর্ষার উপলক্ষে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। ফাইল ছবি।
advertisement
5/7
*এ বিষয়ে ওই বেসরকারি রিসর্ট কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার বলেন, "বর্ষার এই সময়টাতে মাঠাবুরু পাহাড়ের সৌন্দর্য একেবারে অন্যরকম হয়ে ওঠে। তাই এই সময়তে আমরা পর্যটকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় অফার রেখেছি। যেমন নেচার ওয়াক, ক্যাম্প, সুইমিং অ্যাক্টিভিটি-সহ একাধিক নতুন ব্যবস্থা রয়েছে।" ফাইল ছবি।
advertisement
6/7
*গ্রীষ্ম কমে গিয়ে পুরোপুরি বর্ষার মরসুম রয়েছে তাই পর্যটকদের ভীড়ও অনেকখানি বেড়ে গিয়েছে পুরুলিয়ায়। অনেকেই তাই এই সময় পুরুলিয়া আসছেন। আমরা সমস্ত দিক থেকে পর্যটকদের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত। ফাইল ছবি।
advertisement
7/7
*পর্যটনের তালিকায় পুরুলিয়া অন্যতম। এখানে রয়েছে হোটেল রিসর্ট-সহ একাধিক পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম এই বেসরকারি ইকো রিসোর্টটি। তাই পর্যটকদের পছন্দের তালিকায় অনেকখানি জায়গা করে দিয়েছে এই রিসর্ট। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বর্ষায় পুরুলিয়া মোহময়ী! ভালবাসার সঙ্গীকে নিয়ে একদিন কাটান এই রিসর্টে! জীবনে ভুলতেই পারবেন না