MONSOON TRAVEL TIPS: বর্ষাকালে বেড়াতে যাওয়ার দুর্দান্ত হ্যাক! এগুলো মাথায় রাখলেই পাবেন সব সমস্যার মুশকিল আসান
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

বৃষ্টির সময় বেড়াতে যাওয়ার কথা মাথায় এলে কী কী ভাবেন? জানলার কাঁচে বৃষ্টির ফোঁটা, ঝাপসা রাস্তা, লম্বা রাস্তা, লং ড্রাইভ, তাই তো? কিন্তু জানেন তো একটা কয়েনের একটা বিপরীত দিক থাকে, সেইরকমই সব সুখের একটা অন্ত আছে। বর্ষাকালে লং ড্রাইভে যেমন প্রাকৃতিক দৃশ্য যেমন আমাদের চক্ষু সার্থক করবে, তেমনই পাশাপাশি থাকবে কাদার প্যাচপ্যাচানি। তবে তা থেকে মুক্তির পথও রয়েছে। জেনে নিন বর্ষাকালে রোম্যান্টিক ট্রিপের হ্যাক
advertisement
2/6
১) ওয়েদার ফোরকাস্টে নজর রাখতে আপনাকে অবশ্যই। সেদিনের আবহাওয়া কেমন হবে তা জেনে নিলে আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। বিশেষ করে পাহাড়ি রাস্তা বর্ষাকালে ভয়ঙ্কর আকার নেয়, তাই আপনাকে প্রস্তুতি নিতেই হবে।
advertisement
3/6
২) কিছু ফার্স্ট এইড সাপোর্ট রাখতেই হবে। বর্ষাকালে মশার সমস্যা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, স্কিন ডিসিস থেকে ভিন্ন শুরু করে বেশ কিছু রোগ হয়। সেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে।
advertisement
4/6
৩) স্ট্রিট ফুডে একেবারেই না। বর্ষাকালে স্ট্রিটফুড খেলে খুব সমস্যা হয়।
advertisement
5/6
৪) ঠিকঠাক জুতো বাছতে হবে। বর্ষাকালে লেদারের জুতোয় একেবারেই না।
advertisement
6/6
৫) সুঁতির জামাকাপরের বদলে চেষ্টা করুন সিন্থেটিক জামাকাপড় পরার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
MONSOON TRAVEL TIPS: বর্ষাকালে বেড়াতে যাওয়ার দুর্দান্ত হ্যাক! এগুলো মাথায় রাখলেই পাবেন সব সমস্যার মুশকিল আসান