Monsoon Tips: বৃষ্টির মরসুমে বাড়ছে পোকামাকড়ের উপদ্রপ? এই ৮ টি টিপস মাথায় রাখুন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বর্ষাকাল মানেই বৃষ্টি। এই বৃষ্টি একদিকে যেমন মন ভাল করে দেয়, অন্যদিকে বৃষ্টিতে পোকামাকড়ের উপদ্রপ বাড়তে থাকে। মশা-মাছি থেকে শুরু করে নানা রকমের পোকার উপদ্রপ এই সময় বেড়ে যায়। এমন অনেক পোকা আছে যারা আলোতে আকৃষ্ট হয়ে ঘরে ঢুকে পড়ে। এই পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার জন্য রইল কিছু সহজ টিপস।
advertisement
1/9

বর্ষাকাল মানেই বৃষ্টি। এই বৃষ্টি একদিকে যেমন মন ভাল করে দেয়, অন্যদিকে বৃষ্টিতে পোকামাকড়ের উপদ্রপ বাড়তে থাকে। মশা-মাছি থেকে শুরু করে নানা রকমের পোকার উপদ্রপ এই সময় বেড়ে যায়। এমন অনেক পোকা আছে যারা আলোতে আকৃষ্ট হয়ে ঘরে ঢুকে পড়ে। এই পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার জন্য রইল কিছু সহজ টিপস।
advertisement
2/9
সারা বছরই বিশেষ করে বর্ষার সময় সন্ধ্যা হলে নানা পোকামাকড় ঘরে ঢুকতে শুরু করে। বিশেষ করে মশা, তাছাড়া আলোয় আকৃষ্ট হয় এমন পতঙ্গও এই সময় ঘরে প্রবেশ করে। তাঁদের আটকানোর কন্য সবচেয়ে সহজ উপায় হল এই সময়টুকুর জন্য ঘরের সব জানালা-দরজা বন্ধ করে দেওয়া।
advertisement
3/9
লেবু ও বেকিং সোডার একটি মিশ্রণ তৈরি করে নিন। এটি একটি স্প্রে বোতলে ভরে নিন। এই মিশ্রণ ছড়িয়ে দিলে পোকার উপদ্রপ কিছুটা কমে।
advertisement
4/9
অনেক মৌসুমি পোকামাকড় গোল মরিচ সহ্য করতে পারে না, পালিয়ে যায়। কালো গোল মরিচ পিষে তার সঙ্গে জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে পোকামাকড়ের ওপর ছিটিয়ে দিন। তাতেও উপকার পাবেন।
advertisement
5/9
প্রতিদিন ঘর পরিস্কার রাখুন। ঘরে যত পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে পোকামাকড় তত কম দেখা যাবে। ঘর ময়লা থাকলে পোকামাকড় বেড়ে যায় ঘরে।
advertisement
6/9
পেপারমিন্ট এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এই বৃষ্টির পোকামাকড় তাড়াতেও উপকারী। এটি ঘরের বিভিন্ন কোণায় ছিটিয়ে দিলে পোকামাড়কের উপদ্রপ কমবে।
advertisement
7/9
আবর্জনার পাত্র ডাকা দিয়ে রাখুন। ডাস্টবিনে কোনও ধরনের ছিদ্র থাকলে তাও ডেকে রাখুন।
advertisement
8/9
বাড়ির কাছাকাছি আগাছা পরিষ্কার করুন। ছোট পোকামাকড় এই আগাছায় লুকিয়ে থাকে এবং রাতে বেরিয়ে আসে।
advertisement
9/9
পোকামাকড় তাড়াতেও নিমের তেল ব্যবহার করা যেতে পারে। পোকামাকড় থেকে মুক্তি নিমের তেল ছিটিয়ে দিন। অনেক উপকার পাবেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Tips: বৃষ্টির মরসুমে বাড়ছে পোকামাকড়ের উপদ্রপ? এই ৮ টি টিপস মাথায় রাখুন