Monsoon Skincare: যেমন খুশি সাবান মাখেন? বর্ষায় ব্যবহারের আগে দেখে নিন কোন সাবান কোন ত্বকে উপযুক্ত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Monsoon Skincare: শুধুমাত্র সৌন্দর্য সচেতন হলেই মানুষ সাবান ব্যবহার করেন তা কিন্তু নয়। এটা হল পরিচ্ছন্ন থাকার অপরিহার্য অঙ্গ। কেউ এই বিষয়ে শৌখিন, কেউ শুধু প্রয়োজনটুকু মিটিয়ে নেন।
advertisement
1/6

শুধুমাত্র সৌন্দর্য সচেতন হলেই মানুষ সাবান ব্যবহার করেন তা কিন্তু নয়। এটা হল পরিচ্ছন্ন থাকার অপরিহার্য অঙ্গ। কেউ এই বিষয়ে শৌখিন, কেউ শুধু প্রয়োজনটুকু মিটিয়ে নেন।
advertisement
2/6
তবে সৌন্দর্য ধরে রাখতে গেলে ত্বক অনুযায়ী সাবান ব্যবহার করা প্রয়োজন। তাছাড়া এটাও মাথায় রাখতে হবে ত্বকের সমস্যার প্রধান কারণ পিএইচ স্তর। বর্ষায় সেই সমস্যা খুবই বেড়ে যায়। তাই, আয়ুর্বেদ মত অনুসারে বর্ষার সময় আপনার ত্বককে রক্ষা করতে ব্যবহারযোগ্য কিছু সাবান হল-
advertisement
3/6
১. বায়ো অ্যামন্ড অয়েল যুক্ত সাবান, প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ। অ্যামন্ড, মারগোসা, নারকেল তেল এবং হলুদের সঙ্গে মিশ্রিত করে ত্বককে নরম করতে সাহায্য করে।
advertisement
4/6
২. গোলাপ সাবান নরম মসৃণ উজ্জ্বল ত্বক প্রদান করে। ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এই সাবানটি শুষ্ক এবং ক্ষতিগ্রস্থ ত্বককে হাইড্রেট করে। গোলাপের তেল এবং শুকনো গোলাপের পাপড়ি রোদে পোড়ার দাগ তুলতে সাহায্য করে।
advertisement
5/6
৩. অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যুক্ত ল্যাভেন্ডার সাবান ত্বকের জ্বালা প্রশমিত করে। চুলকানি কমাতে সাহায্য করে। নিস্তেজ ত্বককে এক্সফোলিয়েট এবং পুনরুজ্জীবিত করে। ল্যাভেন্ডারের ফুলের সুগন্ধ শিথিলকরণ এবং প্রশান্তির অনুভূতি দেয়।
advertisement
6/6
৪. চারকোল সাবান বর্ষায় তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। কাঠকয়লা ত্বক থেকে ময়লা, টক্সিন দূর করে খোলা ছিদ্রগুলিকে খুলে দেয়। ব্রণ, ত্বকের দাগ, মৃত কোষ এবং অত্যধিক তেল পরিষ্কার করে একটি কোমল এবং উজ্জ্বল ত্বক উপহার দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Skincare: যেমন খুশি সাবান মাখেন? বর্ষায় ব্যবহারের আগে দেখে নিন কোন সাবান কোন ত্বকে উপযুক্ত