TRENDING:

Pet care in Rainy season: বর্ষায় সুস্থ রাখুন প্রিয় পোষ‍্যকে! মনে রাখুন এই ৮ টিপস

Last Updated:
জানেন কি বর্ষায় রোগজীবাণু আক্রমণ বাড়তে পারে পোষ‍্যের দেহেও? ঠাণ্ডা লাগার সমস‍্যা শুধু আপনাকে নয়, কাবু করতে পারে আপনার আদরের কুকুরটিকেও।
advertisement
1/10
বর্ষায় সুস্থ রাখুন প্রিয় পোষ‍্যকে! মনে রাখুন এই ৮ টিপস
মেঘলা আকাশ, ঝমঝমে বৃষ্টি আপাতত বেশ উপভোগ করছেন বঙ্গবাসী। প্রচণ্ড গরম থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে বাড়ির পোষ‍্যগুলিও। রোদহীন সুন্দর আবহাওয়ায় প্রিয় পোষ‍্যটিকে সঙ্গে হাঁটতে বেরোচ্ছেন অনেকেই। কিন্তু জানেন কি বর্ষায় রোগজীবাণু আক্রমণ বাড়তে পারে পোষ‍্যের দেহেও? ঠাণ্ডা লাগার সমস‍্যা শুধু আপনাকে নয়, কাবু করতে পারে আপনার আদরের কুকুরটিকেও।
advertisement
2/10
বর্ষায় কাদা রাস্তা, নোংরা জমা জল থেকে হতে পারে চামড়ার সমস‍্যা। টিকস এবং ফ্লিজ নামে দু’ ধরনের ক্ষতিকারক পরজীবী বাসা বাঁধে প্রাণীদের দেহে। তাই বর্ষাকালে পোষ‍্যদের সুরক্ষার প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। কিছু নিয়ম মানলেই সুস্থ থাকবে আপনার পোষ‍্যটি। সম্প্রতি ড: রাজাধক্ষ‍্য বর্ষার মরশুমে পোষ‍্যদের সুস্থ রাখার বেশ কিছু উপায়ের কথা বলেছেন।
advertisement
3/10
১.ওদের শুকনো রাখুন বৃষ্টির জল গায়ে পড়লে ভেজা ভেজা থাকবে পোষ‍্যদের শরীর। ফলে ত্বকের সমস‍্যা হওয়ার সম্ভাবনা। তাই বৃষ্টিতে ভিজে গেলে ওদের শুকনো তোয়ালে দিয়ে গা মুছিয়ে দিন। কুকুর বা বিড়াল বাড়ির যে অংশে ঘুমোয় সেখানে যেন বৃষ্টির জল না পড়ে, সতর্ক থাকুন।
advertisement
4/10
২.স‍্যাঁতসেতে জায়গায় থেকে রক্ষা করুন জমা জল বা ভেজা স‍্যাঁতসেতে জায়গা হল ব‍্যাক্টেরিয়া জীবাণুদের আঁতুড়ঘর। তাই লক্ষ‍্য রাখুন আপনার প্রিয় পোষ‍্য যাতে এই ধরনের জায়গাতে না যায়। পোষ‍্যকে সঙ্গে ঘুরতে বেরোলো সঙ্গে রাখুন ছাতা।
advertisement
5/10
৩.স্বাস্থ্যবিধি মেনে চলুন বর্ষার সময় স্বাস্থ্যবিধির বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। বাড়ির সদস‍্যদের পাশাপাশি পোষ‍্যদের স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও সতর্ক থাকুন। পোষ‍্যের গায়ের লোমে ধুলো ময়লা আটকে থাকতে পারে। তাই পরিষ্কার রাখুন।
advertisement
6/10
৪. টিকস এবং ফ্লিজ নামে দু’ ধরনের ক্ষতিকারক পরজীবী বাসা বাঁধে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পরজীবী বর্ষার সময় পোষ‍্যের দেহে বাসা বাঁধে। কুকুর বিড়ালের ত্বকে র‍্যাশও হতে পারে। এমন সমস‍্যা দেখা দিলে পশু চিকিত্‍সকের সঙ্গে কথা বলুন।
advertisement
7/10
৫.ক্ষতিকারক পদার্থ থেকে দূরে থাকুন বর্ষার মরশুমে কীটপতঙ্গের উ‍ত্‍পাত বাড়ে। তাই কীটনাশকের ব‍্যবহার আরও বেড়ে যায়। পোষ‍্যকে এই ক্ষতিকারক অঞ্চলগুলি থেকে পোষ‍্যকে দূরে রাখুন।
advertisement
8/10
৬.স্বাস্থ‍্যকর খাবার দিন বর্ষার মরশুমে ওদের স্বাস্থ‍্যকর খাবার দেওয়াও জরুরি। ভাল পুষ্টিকর খাবার দেহ সুস্থ রাখবে। রোগজীবাণুর সঙ্গে লড়াই করতে সাহায‍্য করবে।
advertisement
9/10
৭.ওদের সঙ্গে খেলুন দিনভর বৃষ্টিতে আপনার মতো ঘরে বন্দি প্রিয় পোষ‍্যটিও। তাই বাড়িতেই ওদের সঙ্গে খেলুন, যাতে ওদের শরীর এবং মন ভাল থাকে।
advertisement
10/10
৮.জলবাহিত রোগগুলি থেকে সতর্ক থাকুন বর্ষার সময় জলদূষনের মাত্রা বাড়ে। ফলে জলবাহিত রোগগুলির প্রবণতাও বেড়ে যায়। জল বাহিত রোগগুলির মধ‍্যে অন‍্যতম লেপ্টোস্পাইরোসিস। পোষ‍্যের জলের জায়গাটি পরিষ্কার রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pet care in Rainy season: বর্ষায় সুস্থ রাখুন প্রিয় পোষ‍্যকে! মনে রাখুন এই ৮ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল