Money Saving Tips: হু হু করে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে? ছাড়ুন এসব বদ অভ্যাস! পয়সা বাঁচবে সহজেই, রাতারাতি হবেন 'কোটিপতি'...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Money Saving Tips: নিয়মিত ভাল আয় থাকার পরেও এভাবে টাকা ফুরিয়ে যাওয়ার প্রকৃত কারণ খুঁজতে গেলে সঠিক পরিকল্পনা এবং বদ অভ্যাসগুলি বাদ দেওয়া প্রয়োজন।
advertisement
1/6

মাসের শুরুতে ভাল মাইনে পেলেও মাস শেষ হওয়ার আগে তা প্রায় শেষ! প্রতিনিয়ত আয় থাকার পরও আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাচ্ছেন না।
advertisement
2/6
নিয়মিত ভাল আয় থাকার পরেও এভাবে টাকা ফুরিয়ে যাওয়ার প্রকৃত কারণ খুঁজতে গেলে সঠিক পরিকল্পনা এবং বদ অভ্যাস বাদ দেওয়া প্রয়োজন।
advertisement
3/6
মাসের শেষে একটি টাকার অংশ খরচ হয়ে যায় ধূমপানে। এটি যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি নিজের অজান্তেই কমছে আপনার সম্পদ।
advertisement
4/6
বিশুদ্ধতার অজুহাতে অনেকেই বাড়ির বাইরে গেলেই বোতলের জল কেনেন। আপনি কিন্তু চাইলেই বাড়ি থেকে জল নিয়ে বের হতে পারেন। এতে জল কেনার টাকা যেমন বেঁচে যাবে, তেমনি বারবার জল কেনার ভোগান্তি থেকেও রেহাই পাবেন।
advertisement
5/6
অনেকেই মাসে ১০ থেকে ১২ দিন রেস্তোরাঁয় খাবার খান। সেটা কমিয়ে সপ্তাহে একদিন করতে পারেন।
advertisement
6/6
নতুন কোনও ব্রান্ডের পণ্য বাজারে আসলে সেটা লাগবেই- এমন মনোভাব থেকে বেরিয়ে আসুন। যদি আপনার সত্যিই প্রয়োজন হয় তবেই কিনুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Money Saving Tips: হু হু করে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে? ছাড়ুন এসব বদ অভ্যাস! পয়সা বাঁচবে সহজেই, রাতারাতি হবেন 'কোটিপতি'...