TRENDING:

Mole In Body: ছোট্ট কালো তিলে উপচে পড়বে সংসার সুখ, দাম্পত্যে প্রেমে ভরবে ঘর, তিলের সঙ্গে ভাগ্যের সংযোগের বহু পুরনো তত্ত্ব জানুন

Last Updated:
শরীরের কোন অংশে তিল থাকলে কী ফল হতে পারে, সেই প্রসঙ্গেই শুনে নেওয়া যাক হস্তরেখা বিশারদের কাছ থেকে।
advertisement
1/9
কালো তিলে উপচে পড়বে সংসার সুখ, দাম্পত্যে প্রেমে ভরবে ঘর!তিলের সঙ্গে ভাগ্যের যোগ
প্রত্যেক মানুষের দেহেই থাকে তিল। যা থেকে শুভ অথবা অশুভ ফলের ইঙ্গিত বোঝা সম্ভব। শরীরে থাকা তিল শুধু মানুষের স্বভাবের কথাই ব্যক্ত করে না, এর সঙ্গে তাঁর আসন্ন জীবনে কী কী হতে পারে, সেটারও ধারণা দেয়। শরীরের কোন অংশে তিল থাকলে কী ফল হতে পারে, সেই প্রসঙ্গেই শুনে নেওয়া যাক হস্তরেখা বিশারদের কাছ থেকে।
advertisement
2/9
হস্তরেখা বিশারদ ড. অনীশ ব্যাস জানান, কারও কানে তিল থাকলে তা শুভ লক্ষণ বলে গণ্য করা হয়। এই ধরনের ব্যক্তিরা সাধারণত ভাগ্যবান, বুদ্ধিমান হন। এমনকী দ্রুত সিদ্ধান্ত নিতেও এঁদের জুড়ি মেলা ভার। আর উভয় কানে তিল থাকলে তো সোনায় সোহাগা। এমনটা হলে আরামদায়ক জীবন উপভোগ করা সম্ভব।
advertisement
3/9
আবার মানুষের কপালে তিল থাকাকে ধনী হওয়ার লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। এমন ব্যক্তির সম্পদ ক্রমবর্ধমান। আর অর্থের অভাব তো হয় না বললেই চলে।
advertisement
4/9
হস্তরেখা বিশারদ ড. অনীশের আরও বক্তব্য, চিবুকে তিল থাকলে সেই মানুষকে আকর্ষণীয় বলে মনে করা হয়। এমনকী তাঁদের আর্থিক অবস্থাও ভাল হয়। আর আটকে থাকা কাজও সম্পন্ন করতে সফল হন তাঁরা।
advertisement
5/9
এছাড়া এঁদের কথাও মানুষের মনে গভীর প্রভাব ফেলে।
advertisement
6/9
আবার এটাও বলা হয় যে, যাঁদের চিবুকে তিল থাকে, তাঁরা কৌতুকপূর্ণ হন।আবার মনে করা হয়, কারও নাকে তিল থাকলে তিনি জীবনে অনেক ভ্রমণ করবেন। শুধু তা-ই নয়, এই মানুষগুলি সাধারণত নতুন কিছু শিখতে আগ্রহী। এঁদেরও ভাগ্যবান বলে গণ্য করা হয়। সারা জীবনে প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হন।
advertisement
7/9
আবার যাঁদের পেটে তিল থাকে, তাঁরা সাধারণত খাবারের প্রতি অনুরাগী হয়ে থাকেন। এমনকী পেটের মাঝখানে তিল থাকা সুস্বাস্থ্য এবং সুখী জীবনের লক্ষণ বলে মনে করা হয়। ড. অনীশ জানান, গলার সামনের দিকে তিল থাকলে তিনি ভাগ্যবান হন। আর শৈল্পিক দক্ষতাও থাকে তুঙ্গে।আবার কারও ডান গালে তিল থাকলে তিনি যুক্তিবাদী প্রকৃতির হয়ে থাকেন। এমনকী তিনি অর্থ উপার্জনেও দারুণ সক্ষম হন।
advertisement
8/9
ড. অনীশ জানান, গলার সামনের দিকে তিল থাকলে তিনি ভাগ্যবান হন। আর শৈল্পিক দক্ষতাও থাকে তুঙ্গে।আবার কারও ডান গালে তিল থাকলে তিনি যুক্তিবাদী প্রকৃতির হয়ে থাকেন। এমনকী তিনি অর্থ উপার্জনেও দারুণ সক্ষম হন।
advertisement
9/9
ওই হস্তশিল্প বিশারদ যোগ করেন, শাস্ত্র মতে তালুর মাঝখানে তিল থাকাকে অত্যন্ত ভাল বলে মনে করা হয়। এঁরা ধনী, ভাগ্যবান এবং জীবনে সাফল্য অর্জন করতে পারেন। আর এটাও বিশ্বাস করা হয় যে, কারওর হাতে তিল থাকলে তিনি কখনওই আর্থিক সঙ্কটের সম্মুখীন হন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mole In Body: ছোট্ট কালো তিলে উপচে পড়বে সংসার সুখ, দাম্পত্যে প্রেমে ভরবে ঘর, তিলের সঙ্গে ভাগ্যের সংযোগের বহু পুরনো তত্ত্ব জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল