Mixer Blender Cleaning Tips: মিক্সিতে জমা ময়লা? ভিনিগারের সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, ২ মিনিটেই মিক্সি হবে ঝকঝকে, একেবারে নতুনের মতো
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দিনদিন ময়লা জমতে জমতে মিক্সি থেকে পচা গন্ধ বার হয়। স্বাস্থ্যের ঝুঁকিও থাকে। জমা ময়লার সংস্পর্শে আসা খাবার খেলে পেটের সমস্য, ডায়েরিয়া দেখা দেয়। এমনকি মিক্সি খারাপও হয়ে যায়!
advertisement
1/6

শিলে বাটা মশলা আজ অতীত। এখন সবাই বাটাবাটির কাজ সারে মিক্সার ব্লেন্ডার বা মিক্সিতে। রোজ ব্যবহার করার ফলে সব বাড়িতেই মিক্সি নোংরা হয়। প্রায় সবাই-ই মিক্সির উপরের অংশ পরিষ্কার করেন, আসল ময়লা জমে মিক্সির নীচের অংশে। আর এই অংশ পরিষ্কার করা মুখের কথা নয়! ব্লেন্ডারের ব্লেডের খাঁচে জমে থাকা ময়লা সাফ করতে প্রাণ জেরবার! হাত কেটে যাওয়ার ভয়ও থাকে!
advertisement
2/6
দিনদিন ময়লা জমতে জমতে মিক্সি থেকে পচা গন্ধ বার হয়। স্বাস্থ্যের ঝুঁকিও থাকে। জমা ময়লার সংস্পর্শে আসা খাবার খেলে পেটের সমস্য, ডায়েরিয়া দেখা দেয়। এমনকি মিক্সি খারাপও হয়ে যায়! তাহলে কী করবেন? চিন্তা শিকেয় তুলুন! এই সহজ উপায়ে ঝকঝকে, চকচকে করে তুলুন মিক্সি--
advertisement
3/6
প্রথমে ব্লেন্ডার জারে এক টেবিলচামচ বেকিং সোডা নিন। তার সঙ্গে মেশান ভিনিগার। এই মিশ্রণ ব্লেন্ডারে ৫ মিনিট রেখে দিন।
advertisement
4/6
এবার ব্লেন্ডারে দিন সামান্য লিক্যুইড সাবান। একটা টিস্যু পেপার চারভাজ করে কাঁটা চামচের আগায় আটকে ব্লেন্ডারের ভিতরটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিন। দেখবেন টিস্যু পেপারে বেশিরভাগ ময়লা উঠে এসেছে।
advertisement
5/6
এবার একটা পুরনো ব্রাশ দিয়ে ব্লেন্ডারের ভিতরটা ভাল করে ঘষে, জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন, ব্লেন্ডারের ভিতর আর ছিটেফোঁটাও ময়লা নেই।
advertisement
6/6
এই ঘরোয়া কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এক মহিলা। কোনও টেকনিশিয়ান না ডেকে, দোকানে না দিয়েই মিক্সি হবে একেবারে নতুনের মতো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mixer Blender Cleaning Tips: মিক্সিতে জমা ময়লা? ভিনিগারের সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, ২ মিনিটেই মিক্সি হবে ঝকঝকে, একেবারে নতুনের মতো