TRENDING:

GK Quiz: খুব সাবধান কিন্তু! যত দামি হোটেলেই যান না কেন, এই ভুল ভুলেও করবেন না... কেউ বাঁচাতে পারবে না

Last Updated:
বেড়াতে ভালবাসেন নিশ্চয়ই! হোটেল গিয়ে কিছু কথা মাথায় না রাখলে মুশকিল কিন্তু। জেনে নিন, হোটেলে থাকার সময়ে কোন ভুলগুলি করলে বিপাকে পড়তে হতে পারে আপনাকে।
advertisement
1/5
খুব সাবধান কিন্তু! যত দামি হোটেলেই যান না কেন, এই ভুল ভুলেও করবেন না! কেউ বাঁচাতে পারবে না
বেড়াতে ভালবাসেন নিশ্চয়ই! হোটেল গিয়ে কিছু কথা মাথায় না রাখলে মুশকিল কিন্তু। জেনে নিন, হোটেলে থাকার সময়ে কোন ভুলগুলি করলে বিপাকে পড়তে হতে পারে আপনাকে।
advertisement
2/5
অনেক হোটেলে সিগারেট খাওয়ার অনুমতি মেলে না। তবুও এই নিয়ম অমান্য করে বহু লোক। মনে রাখবেন ধরা পড়লে আপনাকে জরিমানা দিতে হতে পারে।
advertisement
3/5
হোটেল থেকে ব্যবহারের জন্য দেওয়া স্নানের পোশাক এবং তোয়ালে ভুলেও নিয়ে নেবেন না। শাস্তি হতে পারে কিন্তু।
advertisement
4/5
হোটেলের ওয়াইফাই ব্যবহার করে নিজের কোনও তথ্য যেমন ব্যাঙ্কিং তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। বিপদ হতে পারে।
advertisement
5/5
এক রিপোর্টে Locksmith Dartford-এর নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন যে, হোটেলের ঘরের কিছু জায়গা দেখে সাফসুতরো মনে হলেও আদতে তা নয়। বরং সেই সমস্ত জায়গাকে জীবাণুর আঁতুড়ঘরও বলা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল - বেডস্প্রেডস, ডেকোরেটিভ বালিশ এবং থ্রো ব্ল্যাঙ্কেট। এগুলি আসলে মাসের পর মাস কাচাধোওয়া পর্যন্ত করা হয় না। তার মধ্যে জন্ম নেয় ডেড স্কিন, স্যালাইভা, দেহরস এবং ধুলোবালি। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, হোটেলের ঘরের অন্দরে প্রবেশ করার পরেই ডেকোরেটিভ বালিশ এবং বেড রানার সরিয়ে দিতে হবে। (Representative Image)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
GK Quiz: খুব সাবধান কিন্তু! যত দামি হোটেলেই যান না কেন, এই ভুল ভুলেও করবেন না... কেউ বাঁচাতে পারবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল