Mint Benefits: ভ্যানিশ গ্যাস অম্বল ও বদহজম! ওজন কমাতে অব্যর্থ! শুধু পুদিনাপাতা খান এভাবে আর দেখুন...
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Mint Benefits: আমরা অনেকেই জানি না পুদিনাপাতার এত গুণ যে বছরভরই খাওয়া যায়। বিশেষ করে ডিটক্স ওয়াটারের গুরুত্বপূর্ণ উপকরণ পুদিনাপাতা।
advertisement
1/10

দেশজ ভেষজের মধ্যে অন্যতম পুদিনাপাতা। সাধারণত গরমকালের ডায়েটে আমরা এই পাতা রাখি। শরবতের স্বাদগন্ধ ও গুণ বৃদ্ধির জন্য।
advertisement
2/10
কিন্তু আমরা অনেকেই জানি না পুদিনাপাতার এত গুণ যে বছরভরই খাওয়া যায়। বিশেষ করে ডিটক্স ওয়াটারের গুরুত্বপূর্ণ উপকরণ পুদিনাপাতা। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/10
কিন্তু আমরা অনেকেই জানি না পুদিনাপাতার এত গুণ যে বছরভরই খাওয়া যায়। বিশেষ করে ডিটক্স ওয়াটারের গুরুত্বপূর্ণ উপকরণ পুদিনাপাতা। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
4/10
গ্রীষ্মপ্রধান দেশে ডিহাইড্রেশন বা জলশূন্যতা খুবই প্রচলিত সাধারণ সমস্যা। তাই পান করতেই পারেন মিন্ট ওয়াটার।
advertisement
5/10
পুদিনার অ্যান্টিঅক্সিড্যান্টসের প্রভাবে অক্সিডেটিভ স্ট্রেস দূর হয়। পাশাপাশি ইনফ্লেম্যাশন ও ক্রনিক অসুখের আশঙ্কাও কমে।
advertisement
6/10
পুদিনাপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য নিঃশ্বাসের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ ও দাঁতের সমস্যা দূর করে।
advertisement
7/10
পুদিনার স্নিগ্ধ বৈশিষ্ট্য আপনাকে রক্ষা করে স্ট্রেস ও অ্যাংজাইটি থেকে। এর খাদ্যগুণ ধরে রাখে ত্বকের উজ্জ্বলতা।
advertisement
8/10
দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখে পুদিনার গুণ। ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে। তাই ওজন নিয়ন্ত্রণে সুবিধে হয়।
advertisement
9/10
পুদিনার ভিটামিন, মিনারেলস, আয়রনে মজবুত হয় রোগপ্রতিরোধ শক্তি। কমায় সাইনাসের সমস্যা।
advertisement
10/10
১ বোতল জলে মেশান কয়েকটা থেঁতো করা পুদিনাপাতা। ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রাখার পর ছেঁকে নিয়ে পান করুন। ঠান্ডা অবস্থাতেও খেতে পারেন বরফখণ্ড দিয়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mint Benefits: ভ্যানিশ গ্যাস অম্বল ও বদহজম! ওজন কমাতে অব্যর্থ! শুধু পুদিনাপাতা খান এভাবে আর দেখুন...