Milk Tea: দুধ চা খাওয়ার সময় এই ভুল করছেন না তো? সর্বনাশ! এখুনি জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Milk Tea: দুধ চা খাওয়ার সময় এই ভুল করলেই বড় বিপদ! জানুন চিকিৎসকের মত
advertisement
1/5

সকালে ঘুম থেকে উঠে অনেকেই খালি পেটে দুধ চা পান করছেন। এক কাপ চা যেন আমেজটাই বদলে দেয়। কারণ অনেক বাঙালির দুধ চা ছাড়া সকালটা শুরুই হয় না।কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই দুধ চায়ের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।photo source collected
advertisement
2/5
এক কাপ দুধ চা হয়ত আপনাকে এনার্জি বাড়িয়ে দিচ্ছে। কিন্তু শরীরে অনেকগুলি সমস্যা আরও বাড়িয়ে দেয়।
advertisement
3/5
বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি এ প্রসঙ্গে জানাচ্ছেন । দুধ চায়ের সঙ্গে যখন চা পাতা মেশানো হয় তখন দুধের উপস্থিত প্রোটিন গুলি চায়ের যোগগুলি সঙ্গে আবদ্ধ হয়। এটি অনেকটাই ক্ষতিকর বলেই মনে করা হয়।
advertisement
4/5
তবে সকালে খালি পেটে দুধ চা খেলে হজমের অনেকগুলি সমস্যা থেকে যায়। তার পাশাপাশি কেউ যদি ডায়েট করে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের খালি পেটে বা অন্য সময় দুধ চা খাওয়া একদমই উচিত নয়।
advertisement
5/5
তার পাশাপাশি যদি খালি পেটে দুধ চা খায় তাহলে গ্যাস্টিকের সমস্যা হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন ওই চিকিৎসক। (তথ্য: সুমন সাহা)