Menstural Pain|| পিরিয়ডের ব্যথা 'হার্ট অ্যাটাকের' মতোই! মহিলাদের কেন প্রয়োজন ছুটির? চমকে ওঠা রিপোর্ট
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Menstural Pain || প্রতিমাসে ঋতুকালীন দিনগুলিতে কাজে আসায় প্রায়শই সমস্যায় পড়তে হয় মহিলা কর্মীদের। অতএব, সেই দিনগুলিতে, মহিলাদের ছুটি দেওয়ার কথা নিয়ে চর্চা হয়ে আসছে বহুকাল ধরে।
advertisement
1/5

প্রতিমাসে ঋতুকালীন দিনগুলিতে কাজে আসায় প্রায়শই সমস্যায় পড়তে হয় মহিলা কর্মীদের। অতএব, সেই দিনগুলিতে, মহিলাদের ছুটি দেওয়ার কথা নিয়ে চর্চা হয়ে আসছে বহুকাল ধরে। কিন্তু কী কী কারণে এই ছুটি মহিলারা চান, সেটা জানেন না অনেকেই।
advertisement
2/5
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী পিরিয়ডের ব্যথা হার্ট অ্যাটাকের ব্যাথার মতোই। সেই সময় শরীরকে বিশ্রাম দেওয়া খুবই জরুরি।
advertisement
3/5
পিরিয়ডের কারণে ব্যথা, ক্লান্তি, মেজাজের পরিবর্তন এবং অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যা হয় যা কাজকে প্রভাবিত করে, সেই সময় কাজ করার ক্ষমতা কমে আসে।
advertisement
4/5
পিরিয়ডের চলাকালীন ছুটি নারীদের নিজেদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং এই কঠিন সময়ে নিজেদের যত্ন নিতে পারে। তাহলে পরবর্তীতে তাঁদের কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায়।
advertisement
5/5
মাসিকের সময় অফিসে যাতায়াত করা কঠিন হয়ে পড়ে। পিরিয়ডের সময় রক্তপাত মহিলাদের দুর্বল করে দেয়। মানসিক ও শারীরিক ক্লান্তভাবে করে দেয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Menstural Pain|| পিরিয়ডের ব্যথা 'হার্ট অ্যাটাকের' মতোই! মহিলাদের কেন প্রয়োজন ছুটির? চমকে ওঠা রিপোর্ট