পুজো কেটে গেল তবু সিঙ্গেল? জেনে নিন মেয়েরা কেন আপনাকে পাত্তা দেয় না
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
এইগুলোর দিকে একটু নজর দিলেই পরের পুজোয় আর আপনাকে সিঙ্গল থাকতে হবে না
advertisement
1/4

পুজোর কয়েকটা দিন একা কাটাতে চান না বলে একজন সঙ্গী খুঁজেছেন? পুজো কেটে গেল তবু প্রেমিকা জুটল না? মনকষ্টে ভুগছেন? তবে সময় তো শেষ হয়নি। জেনে নিন এই কয়েকটি গুণের অভাবে মেয়েদের নজর আপনার দিকে যাচ্ছে না। এইগুলোর দিকে একটু নজর দিলেই পরের পুজোয় আর আপনাকে সিঙ্গল থাকতে হবে না।
advertisement
2/4
নিজের প্রতি নজর দেওয়াটা আপনার খুব প্রয়োজন। আপনি নিজেকে কোনও সঙ্গীর জন্য় তৈরি করছেন, নিজে কীভাবে ভালো থাকবেন, তা ভাবছেন না। নিজে ভালো এবং সুস্থ থাকলে কোনও মেয়ের কাছে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।
advertisement
3/4
একজন পুরুষ যিনি নিজের পছন্দ সম্পর্কে আত্মবিশ্বাসী নন, তাঁকে কখনই আকর্ষণীয় দেখায় না। পুরুষরা তাঁদের ভঙ্গি, হাঁটার স্টাইল, উচ্চারণ ইত্যাদি সংশোধন করার দিকে নজর দিতে হবে আপনাকে।
advertisement
4/4
একজন ইন্ট্রোভার্ট মানুষ কখনই অপর মানুষের কাছে আসতে পারে না। সম্পর্কের সুযোগগুলি হারিয়ে ফেলে যখন তাঁরা ব্যক্তির সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারে না। আর এটা একটা বড় কারণ কিছু পুরুষের অবিবাহিত থাকার!