Men Health Tips: সাবধান! সাধের আচারই পুরুষদের যৌন স্বাস্থ্য ভাঙতে পারে, হয়ে উঠতে পারে বন্ধ্যাত্বেরও কারণ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Disadvantages of Eating Pickles For Men: শরীরের কোন কোন দিকে, বিশেষ করে যৌন স্বাস্থ্যের কেমন করে বারোটা বাজায় আচারের টক-নোনতা-ঝাল স্বাদ, সেটা একবার ঝালিয়ে নিলেই ব্যাপারটা আপসে মালুম হবে!
advertisement
1/8

কূটকচালি না করেও বলাই যায় যে আচারের মধ্যে একটা মেয়েলি ব্যাপার আছে! শুরু করা যাক একেবারে গোড়া থেকে! আচারের ফল বা সবজি কাটা, তাতে মশলা মাখানো, বয়ামে তেল ভরে তার মধ্যে আচার দেওয়া, সেই বয়াম রোদে রাখা, রোদ পড়লে তুলে আনা, সব শেষে নিয়ম করে তারিয়ে তারিয়ে খাওয়া- এই সব কিছু ভাবতে বসলে সবার আগে বাড়ির গৃহিণীদের কথাই কি মাথায় আসে না? Representative Image
advertisement
2/8
তার একটা মোক্ষম কারণ এই হতে পারে যে সাধারণত বাড়ির কর্তাদের আমরা হেঁশেল সামলাতে দেখি না! কিন্তু এহ বাহ্য! আচার আর রমণীর রমণীয়তার আসল কারণ লুকিয়ে আছে শরীরবৃত্তের ইতিহাসে। আসলে, মেয়েদের শরীর তৈরিই হয় এমন ভাবে যাতে তাঁরা পেটের চারপাশে জলীয় ভার সহজে বহন করতে পারেন, বুঝে নিতে অসুবিধা নেই যে এর সঙ্গে যোগ রয়েছে সন্তানধারণের। আচারে সোডিয়ামের পরিমাণও আবার বেশি, ফলে অল্প-বিস্তর সব মেয়ে, বিশেষ করে অন্তঃসত্ত্বাদের কাছে সে স্বাদের ভাগ হয় না। প্রকৃতির আশীর্বাদে পুরুষদের সন্তানধারণের হ্যাপা পোহাতে হয় না, ফলে তাঁদের শরীরও সাধারণত আচার টানে না- এই এক প্রচলিত যুক্তি খাড়া করা যায়। না কি পুরুষদের শরীর, বিশেষ করে যৌন স্বাস্থ্যের জন্য আচার ভালো নয় বলেই প্রাকৃতিক ভাবে এই স্বাদের বাছ-বিচার তৈরি হয়েছে? Representative Image
advertisement
3/8
বলা মুশকিল! তবে যে সব পুরুষেরা আচার ভালোবাসেন, এবার তাঁদের আচার-বিচার বদলানোর সময় এসেছে। শরীরের কোন কোন দিকে, বিশেষ করে যৌন স্বাস্থ্যের কেমন করে বারোটা বাজায় আচারের টক-নোনতা-ঝাল স্বাদ, সেটা একবার ঝালিয়ে নিলেই ব্যাপারটা আপসে মালুম হবে! Representative Image
advertisement
4/8
লিবিডোয় লবডঙ্কা: আচারের দুই আসল উপাদান কী? তেল আর মশলা, তাই তো? এই দুই কম করে দিলে আচার তৈরিই হবে না! অন্য দিকে, অতিরিক্ত তেল-মশলার গুণে লিবিডো বা যৌন চাহিদার পারদ কিন্তু কেবলই নিচের দিকে নামতে থাকে। আরও একটু নিচের দিকে যদি নামি, আরেকটা গুরুতর সমস্যাও টের পাওয়া যাবে। অতিরিক্ত তেল-মশলা, বিশেষ করে আচারের, শরীরের ব্যক্তিগত অঙ্গে তার গন্ধ রেখে যায়। যা শারীরিক মিলনের সময়ে অন্য পক্ষের অসুবিধার কারণ হয়ে উঠতে পারে। একেবারে শুরুতেই কেমন ব্যাপারটা কেঁচে গেল, না? Representative Image
advertisement
5/8
অঙ্গসুখে অষ্টরম্ভা: আচারের মধ্যে অ্যাসটামিপিরিড (Astamipirid) নামে এক ধরনের যৌগ থাকে, তেল-মশলা-লবণের বিক্রিয়ায় যা জন্ম নেয়। এই অ্যাসটামিপিরিড-ই কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে পুরুষের শুক্রাণুর সংখ্যা। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? কিছুই কিন্তু দাঁড়াল না! প্রথমে লিবিডো কমল, তার পর কমল শুক্রাণু- বন্ধ্যাত্বের আর কী বাকি থাকে! Representative Image
advertisement
6/8
কোলে উঠবে কোলেস্টেরল: আচারের তেল-মশলা ধীরে ধীরে শীরে কোলেস্টেরলের পরিমাণও মারাত্মক বাড়িয়ে দেবে। কোলেস্টেরল যত বাড়তে থাকতে, তার সঙ্গে ততই পাল্লা দিয়ে বাড়তে থাকবে লিঙ্গশৈথিল্যের সমস্যা। শেষ পর্যন্ত কোলে ওই কোলেস্টেরলই জাঁকিয়ে বসে থাকবে, যৌন ব্যাপার-স্যাপার প্রথমে গৌণ, সব শেষে একেবারে মৌন হয়ে যাবে। Representative Image
advertisement
7/8
ইহা ক্যানসারের কারণ: উঁহু, আমরা বিধিবদ্ধ সরকারি সতর্কীকরণকে ব্যঙ্গ করছি না। আচার খাওয়ার অভ্যাস ধীরে ধীরে গ্যাস্ট্রিক ক্যানসারেরও অন্যতম কারণ হয়ে ওঠে। ক্যানসার যদি নাও বা হয়, নানা রকমের হজমের সমস্যা লেগেই থাকতে পারে। পেট ফাঁপার মতো সাধারণ সমস্যা নিয়েও যদি জেরবার থাকতে হয়, তখন আর একটু নিচের অঙ্গের কাজের ব্যাপারে কি উৎসাহ জাগবে? Representative Image
advertisement
8/8
কাম সারছে: মহাভারতের পাণ্ডুর কথা মনে আছে? রাজা অভিশাপ পেয়েছিলেন কিমিন্দম ঋষির কাছে- শারীরিক মিলনের চেষ্টা করলেই ফল হবে মৃত্যু! পুরুষদের যৌন এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আচারই কিমিন্দমের ভূমিকা নেবে। এর তেল-মশলা বাড়িয়ে দেবে রক্তচাপ, হাইপারটেনশনের ক্ষেত্রেও সমস্যা দ্বিগুণ করে তুলবে। এখন যৌন মিলনের সময়ে রক্তচাপ এমনিতেই বাড়ে, তার সঙ্গে যদি অতিরিক্ত চাপ সামলানো না যায়, তাহলে হার্টে ধাক্কা লাগতে কতক্ষণ? অতএব, সাধু সাবধান! বাকিটা ব্যক্তিগত, যাঁর যা ইচ্ছা, তেমন সিদ্ধান্ত নেবেন! Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Men Health Tips: সাবধান! সাধের আচারই পুরুষদের যৌন স্বাস্থ্য ভাঙতে পারে, হয়ে উঠতে পারে বন্ধ্যাত্বেরও কারণ