Men Breast Cancer: পুরুষদের স্তন ক্যানসার ভয়াবহ হতে পারে! এই সব উপসর্গ আপনার নেই তো? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Men Breast Cancer: স্তন ক্যানসার শুধু মহিলাদের হয় না, পুরুষদেরও হতে পারে! ভয়াবহ কিছু হওয়ার আগে জানুন এই সব উপসর্গ আপনার আছে কিনা!
advertisement
1/5

স্তন ক্যানসার কিন্তু শুধু মহিলাদের হয় এমন নয়! পুরুষদের মধ্যেও স্তন ক্যানসার হয়! তবে মহিলাদের তুলনায় কম হলেও এই ক্যানসার প্রথমে ধরা না পড়লে কিন্তু মারাত্মক রূপ নিতে পারে! বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যানসারের প্রবণতা নারীদেহে বেশি হলেও এটি কেবল মেয়েদের অসুখ নয়। প্রথম থেকেই সতর্ক হতে হবে! photo source collected
advertisement
2/5
পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে কম পরিমাণে! মহিলাদের তুলনায় অনেক কম! সারা পৃথিবীতে ১ শতাংশ পুরুষদের মধ্যে এই ক্যানসার দেখা যায়! তবে কে বলতে পারে ওই এক শতাংশ পুরুষের তালিকায় হয়ত থাকবে কাছের মানুষের নাম! তাই কিছু লক্ষণ আছে যা চোখে পড়লেই অবশ্যই ডাক্তারের কাছে যান! photo source collected
advertisement
3/5
স্তন-ক্যানসারের উপসর্গ জানা থাকলে বা বুঝতে পারলে চিকিৎসা দ্রুত করানো যেতে পারে! এবং সুস্থও হয়ে ওঠা যায়! photo source collected
advertisement
4/5
পুরুষদের স্তন ক্যানসারের লক্ষণ কোনগুলি জানতে হবে! বিশেষজ্ঞরা বলছেন, স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব! স্তনে ঘা কিংবা লালচে ভাব স্তন ক্যানসারের লক্ষণ হতে পারে। photo source collected
advertisement
5/5
স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার। সাধারণত এই কটাই লক্ষণ! একটিও যদি আপনার শরীরে দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের কাছে যান! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Men Breast Cancer: পুরুষদের স্তন ক্যানসার ভয়াবহ হতে পারে! এই সব উপসর্গ আপনার নেই তো? জানুন