TRENDING:

Mehendi Colour Tips: লেবুরস ও ধোঁয়ার কামাল! মেহেন্দির রং হবে চরম ঘন...রঙিন আলপনা উঠবেই না হাত থেকে

Last Updated:
Mehendi Colour Tips: আজকাল বাঙালি বিয়েতেও মেহেন্দির জনপ্রিয়তা তুঙ্গে। তাই তো অধিকাংশ কনে বিয়ের আগের দিন দুহাত ভরে মেহেন্দি পরেন। হাত সাজিয়ে তোলেন ভালবাসার রঙে। হাতের মেহেন্দি গাঢ় করতে কী করনীয় তা জানেন না অনেকেই। হবু কনেদের সাহায্যার্থে বিশেষ কিছু টোটকা দিলেন মেহেন্দি আর্টিস্ট দিয়া বিশ্বাস।
advertisement
1/5
লেবুরস ও ধোঁয়ার কামাল! মেহেন্দির রং হবে চরম ঘন...রঙিন আলপনা উঠবেই না হাত থেকে
আজকাল বাঙালি বিয়েতেও মেহেন্দির জনপ্রিয়তা তুঙ্গে। তাইতো অধিকাংশ কনেই বিয়ের আগের দিন দুহাত ভরে মেহেন্দি পরেন।হাতের মেহেন্দির রং গাঢ় করতে কী করণীয় তা জানালেন মেহেন্দি আর্টিস্ট দিয়া বিশ্বাস।
advertisement
2/5
মেহেন্দি শুকিয়ে গেলে হাত পরিষ্কার করে নিতে হবে। এবার একটি সসপ্যানে ২-৩ টি লবঙ্গ দিয়ে গরম করে ফেলতে হবে। লবঙ্গ গরম হওয়ার পর ধোঁয়া উঠতে শুরু করবে। সেই ধোঁয়াতে হাত সেঁকে নিতে হবে।
advertisement
3/5
একটি পাত্রে পরিমাণ মত লেবুর রস নিয়ে তাতে দুই চামচ চিনি মেশাতে হবে। এই দুই উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। মেহেন্দি শুকিয়ে এলে একটি কটন বল এই মিশ্রণে ভিজিয়ে ধীরে ধীরে হাতে লাগাতে হবে। ৩০ মিনিট পর হাত পরিষ্কার করতে হবে।
advertisement
4/5
মেহেন্দির রং গাঢ় করার জন্য সর্ষের তেল বেশ কার্যকরী। তাই মেহেন্দি শুকিয়ে এলে হাত পরিষ্কার করার পর আপনি সর্ষের তেল লাগিয়ে মালিশ করে নিন।
advertisement
5/5
মেহেন্দি আর্টিস্ট দিয়া বিশ্বাস আরও জানান, " অনেকেই বলেন এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে মেহেন্দির রং গাঢ় হয়। তবে জানতে হবে ব্যবহারের নিয়মটিও। মেহেন্দির রং গাঢ় করতে নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে লাগাতে হবে। "
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mehendi Colour Tips: লেবুরস ও ধোঁয়ার কামাল! মেহেন্দির রং হবে চরম ঘন...রঙিন আলপনা উঠবেই না হাত থেকে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল