Medicinal Plant: ভিটামিন-অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা শীতের এই ফুল, দাদ-খোসপাচড়া গায়েব করে নিমেষে,বন্ধ হয় চুল পড়া, খুশকি
- Published by:Rukmini Mazumder
 - hyperlocal
 - Reported by:ANIRBAN ROY
 
Last Updated:
Marigold Flower Health Benefits: শীতের ৩ মাস মেলে এই ফুল, ভিটামিন এ, ভিটামিন বি ও মিনারেলের খনি
advertisement
1/5

 গাঁদা ফুল ছাড়া পুজো ভাবাই যায় না। জানেন কি, গাঁদা ফুল ত্বকের একাধিক সমস্যা দূর করতেও ওস্তাদ। এছাড়াও নানা রোগের বিরুদ্ধে লড়াই করে এই ফুল।
advertisement
2/5
 ডাঃ অতনু রায় বলেন, গাঁদা ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ও মিনারেল। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীর সুস্থ রাখে
advertisement
3/5
 খুশকির সমস্যা দূর করতে এক্সপার্ট গাঁদা ফুল। এই ফুল থেঁতো করে মাথায় লাগালে চুল পড়া এবং খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও চুল পড়ার সমস্যা মেটায় গাঁদা ফুল।
advertisement
4/5
 দাদ, খোসপাঁচড়ার সমস্যা দূর করতেও গাঁদা ফুল কার্যকরী। প্রথমে গাঁদা ফুল পিষে নিন। তার পর থেঁতো করা সেই অংশটা দাদা, খোসপাঁচড়া যেখানে হয়েছে, সেখানে লাগান।
advertisement
5/5
 শুধু ফুল নয়, গাঁদা পাতার-ও বিশাল গুণ। গাঁদা পাতার রস ক্ষতে লাগালে রক্তপাত বন্ধ হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Medicinal Plant: ভিটামিন-অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা শীতের এই ফুল, দাদ-খোসপাচড়া গায়েব করে নিমেষে,বন্ধ হয় চুল পড়া, খুশকি