Medicinal Flower: কিডনি, ব্রেন, লিভারের রোগে মহৌষধি...! হিমালয়ের কোলে মধ্যরাতে ফোটে এই ফুল, ভাগ্যবান না হলে নাকি দেখা মেলে না
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Medicinal Flower: হিমালয় পর্বতের কোলে মধ্যরাতে এই ফুল ফোটে। কথিত আছে খুব সৌভাগ্যবান না হলে এই ফুলের সাক্ষাৎ মেলেনা সাধারণ মানুষের। আর দেখতে পেলেও অন্তত ফুটন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় না।
advertisement
1/7

ভাগ্যবান না হলে নাকি দেখা যায় না এই ফুল, হিমালয় পর্বতের কোলে এই ফুলকে ফুলের রাজা বলা হয়। সাধারণত বছরে একবারই ফোটে এই ফুল! জেনে নিন কি নাম এর! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
হিমালয় পর্বতের কোলে মধ্যরাতে এই ফুল ফোটে। কথিত আছে খুব সৌভাগ্যবান না হলে এই ফুলের সাক্ষাৎ মেলেনা সাধারণ মানুষের। আর দেখতে পেলেও অন্তত ফুটন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় না।
advertisement
3/7
জানা যায়, ব্রহ্ম কমল হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মার ফুল। ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে নাকি এই ফুলের। ব্রহ্মা নিজে এই ফুলের উপর বসে তপস্যা করেন।
advertisement
4/7
শাস্ত্র মতে এই ফুল থেকেই নাকি ব্রহ্মার সৃষ্টি। সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের হিমালয় পর্বতেই নাকি দেখা মেলে এই ফুলের। সাধারণত জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে ব্রহ্মকমল ফুল ফুটতে দেখা যায়।
advertisement
5/7
বছরের ওই সময়তে ভ্রমণ প্রিয় মানুষ ছুটে যান সেই ফুল ফুটন্ত অবস্থায় দেখতে কাশ্মীর, উত্তরাখণ্ডের হেমকুন্ডে কিংবা বাসুকিতাল অথবা রুদ্রনাথ মন্দিরের কাছে।
advertisement
6/7
তবে শুধু পূণ্য অর্জন নয়, এই ফুলে রয়েছে বেশ কিছু ভেষজ গুণ। কিডনি, ব্রেন, লিভার ইত্যাদি নানা রোগের জীবনদায়ী আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় নাকি এই ফুলের উপাদান দিয়ে।
advertisement
7/7
তবে পরিবেশ কর্মীরা জানাচ্ছেন, বর্তমানে লাগাতার পরিবেশ দূষণ বৃদ্ধি পাওয়ার ফলে এই ফুল এখন প্রায় বিলুপ্তির পথে। এই মহা মূল্যবান ফুল যাতে পৃথিবী থেকে বিলুপ্ত না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সকলকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Medicinal Flower: কিডনি, ব্রেন, লিভারের রোগে মহৌষধি...! হিমালয়ের কোলে মধ্যরাতে ফোটে এই ফুল, ভাগ্যবান না হলে নাকি দেখা মেলে না