Chaitanya Mahaprabhu Bhog: নবদ্বীপে মহাপ্রভু মন্দিরের ভোগের সমাহার, দর্শন করতে এলে কীভাবে পাবেন এই ভোগ! জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Mayapur Trip: মায়াপুর ঘুরতে গেলে নবদ্বীপের মহাপ্রভু বাড়ির মন্দির অবশ্যই ঘুরে আসুন। এই মন্দিরে মাটির উনুনে কাঠের জ্বালে রান্না করা হয় ভোগ। দর্শন, আরতি ও প্রসাদ গ্রহণের অনন্য অভিজ্ঞতা পেতে আগেই যোগাযোগ করুন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে।
advertisement
1/6

মায়াপুর ঘুরতে এলে অবশ্যই ঘুরে আসবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ থেকে। নবদ্বীপ মহাপ্রভু বাড়ির বিগ্রহ দর্শন ও প্রসাদ গ্রহণ করলে মন ভরে যাবে আপনারও। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
নবদ্বীপ মহাপ্রভু পাড়ায় রয়েছে মহাপ্রভুর মন্দির। মহাপ্রভুর জন্মদিন কিংবা দোল উৎসব উপলক্ষে এই মন্দিরে অতি জাঁকজমকপূর্ণভাবে পুজো ও ভোগ নিবেদন করা হলেও দর্শনার্থীদের জন্য সারা বছর ধরেই চলে পুজো ও ভোগ নিবেদন।
advertisement
3/6
সকালে মন্দিরে এসে বিগ্রহ দর্শন করার পর মন্দিরের সেবাইতদের সঙ্গে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ভোগের টিকিট। সেই টিকিট নিয়ে আনুমানিক বেলা দেড়টার সময় আপনাকে হাজির হয়ে যেতে হবে মহাপ্রভুর মন্দিরে।
advertisement
4/6
মন্দিরের বিগ্রহের পাশের ঘরেই থাকে ভোগের ব্যবস্থা। এখনও এই মন্দিরে মাটির উনুনে কাঠের জ্বালে রান্না করা হয় ভোগ। এবং ভোগ বন্ধনের সময় শুধুমাত্র গঙ্গা জলই ব্যবহার করা হয় বলে জানা যায় মন্দির কর্তৃপক্ষ মারফত।
advertisement
5/6
অন্ন, সবজি, শাক, রসা, পুষ্পান্ন, পরমান্ন মিষ্টান্ন ইত্যাদি একাধিক ভোগ রন্ধন করে নিবেদন করা হয় মহাপ্রভুকে। মহাপ্রভুর ভোগ আরতি সম্পন্ন হওয়ার পর সেই ভোগ ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
advertisement
6/6
প্রথমে সাধু ও বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা সেই ভোগ আহার করার পর ভক্ত ও দর্শনার্থীদের এই ভোগ বিতরণ করা হয়। প্রত্যেক দিনই এই ভোগ আপনারা পেতে পারেন, তার জন্য আপনাকে আগে থেকেই মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chaitanya Mahaprabhu Bhog: নবদ্বীপে মহাপ্রভু মন্দিরের ভোগের সমাহার, দর্শন করতে এলে কীভাবে পাবেন এই ভোগ! জানুন