Mayapur: মায়াপুরে এলে শুধু মন্দির নয় ঘুরে দেখুন এই পাঁচ জায়গাও! জঙ্গল, নদী, রাজবাড়িও আছে!
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Mayapur: মায়াপুর-নবদ্বীপ মানেই শুধু মন্দির নয়! হাতে মাত্র দু'দিন সময় থাকলেই ঘুরে দেখুন এই পাঁচ জায়গা! জানুন বিস্তারিত
advertisement
1/6

শীতে দু'দিনের জন্য কম খরচে কোথায় যাবেন ভাবছেন। হাতে দুদিন সময় নিয়ে চলে আসুন চৈতন্যভূমি নদিয়াতে। মায়াপুর, নবদ্বীপের পাশাপাশি দেখে নিন এই জায়গা গুলিও।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
বিশ্বের অন্যতম বৃহত্তম মন্দির হতে চলেছে মায়াপুরে। ইতিমধ্যেই হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন মায়াপুরে। কলকাতা থেকে যেকোনও কৃষ্ণনগর-গামী ট্রেনে করে চলে আসুন। এরপর সেখান থেকে অটোয় চেপে চলে যান মায়াপুর ঘাট। নৌকো পেরোলেই মন্দির।
advertisement
3/6
নবদ্বীপে রয়েছে একাধিক মঠ ও মন্দির। তবে তার মধ্যে অন্যতম নবদ্বীপ কোলের ডাঙ্গার জল মন্দির। এখানে আসতে হলে আপনাকে মায়াপুর থেকে লঞ্চ পেরিয়ে চলে আসতে হবে নবদ্বীপে। এরপর যে কোনও টোটো ভাড়া করে আপনি চলে যেতে পারেন।
advertisement
4/6
নবদ্বীপ পরিভ্রমনের পরে সোজা চলে যান কৃষ্ণনগরে। সেখানকার সরপুরিয়া সরভাজা খেয়ে একবার চলে যান কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে। ভেতরে ঢোকার অনুমতি না পেলেও সামনে থেকে দেখতেও কিন্তু মন্দ নয়!
advertisement
5/6
এরপর সেখান থেকে আরো একটি টোটো ভাড়া করে চলে যান ঘূর্ণিতে। যেখানকার পুতুল বিশ্বজোড়া বিখ্যাত। ঘরে সাজানোর জন্য সেখান থেকে নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের পুতুল ও মূর্তি।
advertisement
6/6
এরপর কৃষ্ণনগর থেকে ট্রেনে অথবা বাসে করে চলে যান বেথুয়াডহরি। রয়েছে সেখানে এক অভয়ারণ্য। জঙ্গলের মধ্যে এক রাত্রিবাস করতে ভাল লাগবে। রয়েছে ওখানে থাকা খাবার সুব্যবস্থাও। রাত্রিবাস করতে না চাইলে পুনরায় ট্রেন অথবা বাসে চলে আসতে পারেন কৃষ্ণনগর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mayapur: মায়াপুরে এলে শুধু মন্দির নয় ঘুরে দেখুন এই পাঁচ জায়গাও! জঙ্গল, নদী, রাজবাড়িও আছে!