TRENDING:

Is Masoor Dal a Non Veg Food: মুসুর ডাল কি আমিষ? কেন একে আমিষ খাবারের তালিকায় ফেলা হয়? জানুন আসল কারণ

Last Updated:
Is Masoor Dal a Non Veg Food: কোনও প্রাণিহত্যা না হলেও বাঙালি হেঁশেলে দীর্ঘ দিন ধরে মুসুরডালকে আমিষ খাবার হিসেবেই ধরা হয়। ফলে কোনও পুজো অর্চনায় বা উপবাসভঙ্গের সময় এই ডালকে ধরা হয় না।
advertisement
1/7
মুসুর ডাল কি আমিষ? কেন একে আমিষ খাবারের তালিকায় ফেলা হয়? জানুন আসল কারণ
কোনও প্রাণিহত্যা না হলেও বাঙালি হেঁশেলে দীর্ঘ দিন ধরে মুসুরডালকে আমিষ খাবার হিসেবেই ধরা হয়। ফলে কোনও পুজো অর্চনায় বা উপবাসভঙ্গের সময় এই ডালকে ধরা হয় না।
advertisement
2/7
ভেষজ বা উদ্ভিজ্জ প্রোটিন হলেও এই ডালকে গণ্য করা হয় আমিষ হিসেবেই। তাই বিশেষ ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে যায়। মুসুরডালকে কেন আমিষ খাবারের তালিকায় ফেলা হয়, সে বিষয়ে বলেছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/7
মুগ, মুসুর, মটর, ছোলা, বিউলি, খেসারি-সহ সব ডাল থেকেই আমরা কম বেশি প্রোটিন পাই৷ নিরামিষাশীদের ডায়েটে প্রোটিনের অন্যতম উৎস ডাল।
advertisement
4/7
মুসুর ডালে প্রোটিনের পরিমাণ অনেক বেশি৷ মুসুর ডালে ২২.৩ ভাগ প্রোটিন থাকে৷ সয়াবিনে প্রোটিনের অংশ ৪৩ ভাগ৷
advertisement
5/7
শুধু মুসুর ডালই নয়৷ প্রাণিজ উৎস না হলেও বেশ কিছু খাবারকে আমিষ হিসেবে ধরা হয়৷
advertisement
6/7
পেঁয়াজ, রসুন, পুঁইশাক, মাসকলাই, গাজর, সয়াবিনের মতো খাবারগুলিও আমিষের পরিচয় পায়৷
advertisement
7/7
এই খাবারগুলির উৎস ভেষজ হলেও প্রোটিনের পরিমাণ বেশি৷ ফলে এই খাবারগুলি আমিষ হিসেবে পরিগণিত হয়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Is Masoor Dal a Non Veg Food: মুসুর ডাল কি আমিষ? কেন একে আমিষ খাবারের তালিকায় ফেলা হয়? জানুন আসল কারণ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল