এবার পুজোয় লিপস্টিক নয়, মাস্কই হোক স্টাইল-স্টেটমেন্ট !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
চিকিৎসকেরা যাই বলুন, নিউ নর্মালে মাস্ক-ই এবার পুজোর স্টাইল স্টেটমেন্ট।
advertisement
1/5

নিউ নর্মালে মাস্ক ফ্যাক্টর। মাস্কেই জড়িয়ে জীবন। পুজোর ফ্যাশনেও মাস্কের দাদাগিরি। একঘেয়ে রং ছেড়ে রং-বেরঙের আঁকিবুঁকি করা সুতির মাস্ক এখন মোস্ট হ্যাপনিং। এতদিন ছিল, পুজোয় চাই নতুন জামা। নিউ নর্মালে, পুজোর আবদার, নতুন মাস্ক। করোনার সুরক্ষাবর্মেও এবার ডিজাইনার টাচ।photo source collected
advertisement
2/5
শাড়ি থেকে সালোয়ার, পাঞ্জাবি থেকে ফর্মাল --- সঙ্গী এবার ডিজাইনার মাস্ক। এগিয়ে আসছে পুজো। করোনা সংক্রমণের আবহেই যে এবার পুজো কাটাতে হবে, সেটা সকলেই বুঝে গেছেন। মাস্ক যখন পরতেই হবে, তখন একটু হটকে হলে মন্দ কী? অনলাইন হোক বা বিভিন্ন টেলারিং শপ, কিংবা বুটিকে পুজো স্পেশাল মাস্কের চাহিদা তুঙ্গে। photo source collected
advertisement
3/5
চান্দেরি, কটকি, বাটিক, ডেনিম , এমব্রয়েডারি । শহরে এখন রকমারি মাস্কের মরশুম। কোনটা ট্রেন্ডিং, তাই নিয়ে রোজ চর্চা। শাড়ি কিংবা সালোয়ারের সঙ্গে ম্যাচিং মাস্কও তৈরি করতে দিচ্ছেন অনেকে। লাভের মুখ দেখছেন টেলারিং ব্যবসায়ীরা।photo source collected
advertisement
4/5
পোশাকের চেয়ে মাস্কের অর্ডার বেশি। নিউ নর্মালে উলটপুরোণ। টু থেকে ফাইভ লেয়ার পর্যন্ত মাস্ক এখন ইন-থিং। কটন ফ্যাব্রিকে নানা এক্সপেরিমেন্ট। পুজো মানেই ভিড়। সেখানে সার্জিক্যাল মাস্ক-ই বেস্ট অপশন। কাজে আসবে না ডিজাইনার মাস্ক। বলছেন চিকিৎসকেরা।photo source collected
advertisement
5/5
চিকিৎসকেরা যাই বলুন, নিউ নর্মালে মাস্ক-ই এবার পুজোর স্টাইল স্টেটমেন্ট।photo source collecte